সারার নায়ক এবার দিলরুবার বিক্রান্ত

সারা আলী খান ও বিক্রান্ত মাসে
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৫ আগস্ট ২০২১ | ০৫:৩৭ | আপডেট: ২৫ আগস্ট ২০২১ | ০৫:৩৭
বলিউডে নতুন জুটি হিসেবে নাম লেখাতে যাচ্ছেন বিক্রান্ত মাসে ও সারা আলী খান। পরিচালক পবন কৃপলানির আগামী ছবিতে তাদের দেখা যাবে। শোনা যাচ্ছে, ইতিমধ্যে ছবির চিত্রনাট্য তৈরি করে ফেলেছেন পরিচালক।
সাইফ আলী খানের আগামী ছবি ভূত পুলিশের শুটিং চলাকালীন সময়ে পরিচালক পবন কৃপলানি নতুন এই জুটির নাম প্রকাশ্যে আনলেন।
জানা গেছে, অক্টোবরে ছবিটির শুটিং শুরু হবে। তবে ছবির বিষয়বস্তু নিয়ে এখনই কিছু বলতে চাননি পরিচালক।
২০১৮ সালে 'কেদারনাথ' বলিউডে পথচলা শুরু হয় সারার। অন্যদিকে মির্জাপুর, ক্রিমিনাল জাস্টিসের মতো ওয়েব সিরিজ এবং ছপক, হাসিন দিলরুবার মতো ছবিতে অভিনয় করে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন বিক্রান্ত। এই দুই অভিনেতার রসায়ন পর্দায় কতটা প্রতিফলিত হয়, সেটাই দেখার অপেক্ষায় রয়েছে ভক্তরা। সূত্র: বলিউড হাঙ্গামা
- বিষয় :
- সারা আলী খান
- বিক্রান্ত মাসে