নতুন ছবি নিয়ে আশাবাদী মৌসুমী

অভিনেত্রী মৌসুমী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৮ আগস্ট ২০২১ | ০১:৪৭ | আপডেট: ২৮ আগস্ট ২০২১ | ০৬:৫৪
কবি নির্মলেন্দু গুণের কবিতা অবলম্বনে 'দেশান্তর' নামে সিনেমা নির্মাণ করছেন আশুতোষ সুজন। সরকারি অনুদানে নির্মিত ছবিটিতে সম্প্রতি অভিনেত্রী মৌসুমীকে চূড়ান্ত করা হয়েছে। ছবিতে মূলচরিত্রে অভিনয় করবেন তিনি। ছবিতে মৌসুমীর চরিত্রের নাম ‘অন্নপূর্ণা’।
নির্মাতা সুজন সমকালকে বলেন, ছবিটির গল্পে মৌসুমী আপা পুরোপুরি পারফেক্ট। তাই তাকেই চূড়ান্ত করা হয়েছে। সব ঠিক থাকলে সেপ্টেম্বরেই ছবিটির শুটিং শুরু হবে বলে জানান তিনি।
নতুন ছবিতে চুক্তিবদ্ধ হওয়া নিয়ে মৌসুমী বলেন, 'ছবিটির গল্প দারুণ। অনুদানের ছবিতে এর আগেও কাজ করেছি। অভিনয় করেছি আশুতোষ সুজনের বেশ কিছু নাটকেও। আশা করি ছবিটি ভালো হবে।'
এদিকে সেপ্টেম্বর থেকে জাহিদ হোসেনের পরিচালনায় ‘সোনার চর’ নামে একটি সিনেমার শুটিং শুরুর কথা রয়েছে মৌসুমীর। তিনি জানান, 'সোনার চর' ছবির কাজ শেষ করেই 'দেশান্তর' ছবির কাজ শুরু করবেন তিনি।
- বিষয় :
- মৌসুমী
- নতুন ছবি
- অনুদানের ছবি