ঢাকা মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সায়রা বানু

হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন সায়রা বানু

সায়রা বানু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২১ | ০১:৪৭ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২১ | ০২:৫৯

বলিউডের প্রবীণ অভিনেত্রী ও কিংবদন্তী তারকা দীলিপ কুমারের স্ত্রী সায়রা বানু হাসপাতাল থেকে ছাড়া পেয়ে বাড়ি ফিরেছেন। সোমবার তথ্যটি নিশ্চিত করেছেন অভিনেত্রীর পারিবারিক বন্ধু ফয়সাল ফারুকী।

গত ২৮ আগস্ট প্রবল শ্বাসকষ্ট, উচ্চ রক্তচাপ এবং উচ্চ ডায়াবেটিস নিয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি হন সায়রা বানু। অবস্থার অবনতি হওয়ায় পরে তাকে আইসিইউ বিভাগে স্থানান্তরিত করা হয়।

ফারুকী সোমবার নেটমাধ্যমে জানিয়েছেন, এখন শ্বাসকষ্ট নেই সায়রার। সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। আপাতত বিশ্রামই তার একমাত্র ওষুধ। সবার প্রার্থনায় সায়রা সুস্থ হয়েছেন উল্লেখ করে তিনি কৃতজ্ঞতা জানান।

হাসপাতাল সূত্রে জানা গেছে, হৃদরোগে আক্রান্ত হয়েছেন সায়রা বানু। জটিল করোনারি সিনড্রোমে ভুগছেন তিনি।

হিন্দুজা হাসপাতালেই ফুসফুসের সংক্রমণ নিয়ে ভর্তি হয়েছিলেন সায়রার স্বামী দিলীপ কুমার। বার্ধক্যজনিত দীর্ঘ রোগভোগের পর ৭ জুলাই এখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বড় পর্দার ‘দেবদাস’। তার বয়স হয়েছিল ৯৮ বছর। এই তারকা জুটি একসঙ্গে 'গোপী', 'সাগিনা'সহ একাধিক ছবিতে অভিনয় করেছেন। দীলিপ-সায়রার বিয়ে হয় ১৯৬৬ সালে।

সায়রা বানু বলিউডে আত্মপ্রকাশ করেন ১৯৬১ সালে শাম্মী কাপুরের বিপরীতে 'জংলী' সিনেমার মধ্য দিয়ে।


আরও পড়ুন

×