ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

জায়েদের বিপরীতে এখনও চুক্তিবদ্ধ হননি শ্রাবন্তী

জায়েদের বিপরীতে এখনও চুক্তিবদ্ধ হননি শ্রাবন্তী

কলকাতার নায়িকা শ্রাবন্তী

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০২ অক্টোবর ২০২১ | ০৫:০১ | আপডেট: ০২ অক্টোবর ২০২১ | ০৮:০৫

চিত্রনায়িকা অপু বিশ্বাস সরে যাওয়ায় 'জখম' নামে বাংলাদেশের ছবিতে চুক্তিবদ্ধ করা হয়েছে কলকাতার নায়িকা শ্রাবন্তীকে- দেশের গণমাধ্যমে এমন তথ্যই জানিয়েছেন ছবিটির প্রযোজক সেলিম খান ও পরিচালক অপূর্ব রানা।

সেলিম খান জানান, ব্যক্তিগত কারণ দেখিয়ে অপু ‘জখম’ থেকে সরে দাঁড়িয়েছেন। তাই নায়িকা হিসেবে কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তীকে নেওয়া হয়েছে জায়েদের বিপরীতে। ছবিটির পরিচালক অপূর্ব রানাও সমকালকে জানন, ছবিটির জন্য গত ১১ সেপ্টেম্বর শ্রাবন্তী চুক্তিবদ্ধ হয়েছেন। আগামী ১৪ অক্টোবর বাংলাদেশে ছবিটির শুটিংয়ে অংশ নেবেন তিনি।

বিষয়টি নিয়ে শ্রাবন্তীর সঙ্গে যোগাযোগ করা হলে হোয়াটসঅ্যাপে শ্রাবন্তীর ম্যানেজার সুমন বলেন, ছবিটি নিয়ে বারবার দিদির (শ্রাবন্তী) সঙ্গে যোগাযোগ করা হয়েছে। প্রাথমিক কথাও হয়েছে। চূড়ান্ত কিছুই হয়নি। ছবিটি দিতি করবেন কী-না তাও চূড়ান্ত হয়নি।  

কিন্তু প্রযোজক ও পরিচালক তো বলছেন শ্রাবন্তী চুক্তিবদ্ধ হয়েছেন? এ বিষয়ে শ্রাবন্তীর ম্যানেজার বলেন, মৌখিক কথা হয়েছে; কিন্তু লিখিত কোনো চুক্তি হয়নি। আর লিখিত চুক্তি না হলে এসব মৌখিক কথার কোনো ভ্যালু নেই। দিদি যে পারিশ্রমিক চেয়েছেন প্রাথমিক কথায় সেটা তারা দেবেন কীনা- সে ব্যাপারেও কোনো কথা বলেননি।

শ্রাবন্তীর যে নায়কের বিপরীতে কাজ করবেন তার সম্পর্কে সুমন বলেন, 'প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে আমাদের কাছে বার বার জায়েদ নামটি বলা হচ্ছে। এর বেশি তার সম্পর্ক জানেন না দিদি। তার সম্পর্কে চেনা জানাও কম। তিনি বাংলাদেশের জনপ্রিয় নায়ক বলা হয়েছে।' 

জায়েদ খান

এর আগে আগে 'জখম' ছবিতে জায়েদ খানের বিপরীতে চিত্রনায়িকা অপু বিশ্বাসকে চুক্তিবদ্ধ হন। রাজধানীর একটি হোটেলে বিশাল আয়োজন করে ছবিটির নাম ঘোষণা ও অপু-জায়েদ অভিনয়ের কথা জানায় প্রযোজনা প্রতিষ্ঠান শাপলা মিডিয়া।

ছবিটিতে বিশেষ একটি চরিত্রে কলকাতার ঋতুপর্ণা সেনের থাকার কথাও ঘোষণা করা হয় ওই অনুষ্ঠানে।  কিন্তু ব্যাক্তিগত কারণ দেখিয়ে ছবিটি থেকে সরে গেছেন অপু বিশ্বাস। জানা গেছে, শিডিউল নিয়ে সমস্যার কারণে ঋতুপর্ণাও থাকছেন না ছবিটিতে। 


আরও পড়ুন

×