ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

স্বামীর হাত ধরে ওয়েব সিরিজে কাজল

স্বামীর হাত ধরে ওয়েব সিরিজে কাজল

কাজল- ফাইল ছবি

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯ | ০৬:২৩ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ | ০৬:৫০

প্রতিনিয়ত নতুন নতুন ওয়েব সিরিজ জনপ্রিয়তায় ছাড়িয়ে যাচ্ছে আগের ওয়েব সিরিজকে। অর্থাৎ মানুষ ক্রমেই ঝুঁকছে ওয়েব সিরিজের দিকে। সেই নিয়ম মেনে টিকে থাকতে অনেক বড় বড় তারকা নাম লিখিয়েছেন ওয়েব সিরিজে। 

এবার স্বামীর হাত ধরে ওয়েব সিরিজে আসছেন অভিনেত্রী কাজল। এনডিটিভির প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

ত্রিভঙ্গ' নামের এই ওয়েব সিরিজটি পরিচালনা করছেন অভিনেত্রী রেনুকা সাহানে। এ প্রসঙ্গে পরিচালক বলেন, এমন সুযোগ পেয়ে তিনি অভিভূত। একই সঙ্গে সারা বিশ্বে এই ছবি মুক্তি পাবে, সে তথ্যও জানিয়েছেন তিনি। মুম্বাইয়ের প্রেক্ষাপটে তৈরি এই ছবির কাহিনি বেশ জটিল বলে জানান এ পরিচালক।

কাজল ছাড়াও ত্রিভঙ্গ-তে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে মিথিলা পালকর, তনভি আজমি এবং কুনাল রাই কাপুরকে।

এই ডিজিটাল ছবিটি প্রযোজনা করছে কাজলের স্বামী অজয় দেবগণের প্রযোজনা সংস্থা অজয় দেবগন ফ্লিমস। 

আরও পড়ুন

×