বিয়ে করলেন অভিনেত্রী আইরিন তানি

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ১০ অক্টোবর ২০১৯ | ০৬:৪২ | আপডেট: ১০ অক্টোবর ২০১৯ | ০৬:৫২
টিভি পর্দার অভিনেত্রী আইরিন তানি বিয়ে করেছেন। বুধবার মাঝরাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ‘গট ম্যারিড’ বিয়ের খবর জানান তিনি। পরে বিয়ে নিয়ে বৃহস্পতিবার তার সঙ্গে যোগাযোগ করা হলে ৩ অক্টোবর চট্টগ্রামে হয়েছে বলে জানান।
আইরিন তানি বলেন,চট্টগ্রামের হালিশহরে আমাদের বাসা। বিয়েটা এখানেই হয়েছে। বলা যায় একেবারে বারিবারিক বিয়ে।
আইরিন তানির বরের নাম সাইফুল হক চৌধুরী। ঢাকায় একটি বহুজাতিক প্রতিষ্ঠানে চাকরি করছেন তিনি। বিয়ের পর স্বামীর সঙ্গে ঢাকায় ফিরেছেন তানি। এখন শ্বশুরবাড়িতেই আছেন বলে জানান।
বরিশালের উজিরপুরে আইরিন তানির জন্ম হলেও। বড় হয়েছেন চট্টগ্রামে। সেখানেই স্থায়ীভাবে বসবাস তাদের। ২০১০ সালে ঢাকায় আসেন তিনি। তার আগে চট্টগ্রামে থাকা অবস্থাতেই বাদল খন্দকারের ‘বিদ্রোহী পদ্মা’ ছবিতে অভিনয় করেন। সম্প্রতি মুক্তি পাওয়া অরুণ চৌধুরীর মায়াবতী ছবিতেও দেখা গেছে তাকে। তবে চলচ্চিত্রে নিয়মিত না হলেও নাটকে নিয়মিতই অভিনয় করেন তিনি।
- বিষয় :
- আইরিন তানি
- বিয়ে
- অভিনেত্রী