ইশতিয়াক আহমেদের ’রংমিস্ত্রী’ সজল, থাকছেন সারিকাও

সারিকা ও সজল
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২১ | ০৪:২৮ | আপডেট: ২৬ অক্টোবর ২০২১ | ০৫:৫৭
জনপ্রিয় গল্পকার, গীতিকার ও সাংবাদিক ইশতিয়াক আহমেদ নির্মাণ করলেন নতুন টেলিফিল্ম ‘রংমিস্ত্রী’। টিভি নাটকে জনপ্রিয় দুই তারকা আবদুন নূর সজল ও সারিকা এতে অভিনয় করেছেন।
‘রংমিস্ত্রী’ নিয়ে নির্মাতা জানান, সজলের সঙ্গে বনেদী পরিবারের মেয়ে সারিকার ঘটনাক্রমে সখ্যতা হয়। ঘটতে থাকে একের পর এক ঘটনা। শেষটা হয় অপ্রত্যাশিত পরিণতির মাধ্যমে।
ইশতিয়াক আহমেদ এর আগে ‘বিয়ে বিষয়ক জটিলতা’, ‘পরাজয়পর্ব’, ‘ডাকাত’, ‘সাক্ষীমানব’ এবং সর্বশেষ ওয়েব সিরিজ ‘কিশোর গ্যাং’ নির্মাণ করেছেন।
সম্প্রতি শুটিং শেষ হওয়া রংমিস্ত্রী ২৭ অক্টোবর দুপুর ৩টায় চ্যানেল আইতে প্রচার হবে।
সজল সারিকা ছাড়াও এতে ইতোমধ্যে ‘রংমিস্ত্রী’র শুটিং শেষ হয়েছে। বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেন কচি খন্দকার, প্রিয়ন্তি গোমেজ, রাজু আহসান, শেখ স্বপ্না, রিয়া বর্মন, সৈকত ইসলাম, আরাবী মাহমুদ নোমান প্রমুখ।
- বিষয় :
- ইশতিয়াক আহমেদ
- রংমিস্ত্রী
- সজল
- সারিকা