ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

আরিয়ান জামিন পেতেই হ্যালোইন পার্টিতে সুহানা

আরিয়ান জামিন পেতেই হ্যালোইন পার্টিতে সুহানা

বাঁয়ে বান্ধবীদের সঙ্গে ও ডানে আরিয়ানের সঙ্গে সুহানা

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২১ | ০০:৫৮ | আপডেট: ০১ নভেম্বর ২০২১ | ০০:৫৮

মাদককাণ্ডে জামিন পেয়েছেন বলিউড বাদশাহ শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। শনিবার আর্থার রোড জেল থেকে বাড়ি ফিরেছেন ২৩ বছরের তারকা-সন্তান। বড় ভাই বাড়ি ফিরতেই ছোট ভাই আব্রাম আনন্দে আত্মহারা। আর অপরদিকে আরিয়ানের জামিনের পর হ্যালোইন পার্টিতে মেতেছেন সুহানা খান।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, শীত আসার আগে হ্যালোইন উৎসবে মেতে ওঠে আমেরিকা, ইংল্যান্ডের মতো দেশগুলি। অক্টোবরের শেষে ভুতুড়ে আবহে সাজানো হয় শহর থেকে গ্রাম। আপাতত সেই দেশই 'বাদশা'-কন্যার ঠিকানা। তাই দেশের সঙ্গে মিলিয়ে বেশ ধরেছেন সুহানা। ভুতুড়ে অনুষঙ্গের পার্টিতে মেতে উঠেছেন আরিয়ানের বোন।

তার কেবল একটি ছবিই প্রকাশ পেয়েছে ইনস্টাগ্রামে। সুহানার এক বান্ধবী তাদের ছবি দিয়েছেন। ছবির নীচের মন্তব্য বাক্সে সুহানা সেই বান্ধবীকে ভালবাসাও জানিয়েছেন।

নিউইয়র্কে চলচ্চিত্র নিয়ে পড়াশোনা করছেন সুহানা। ইতোমধ্যে একাধিক নাটক এবং স্বল্পদৈর্ঘ্যের ছবিতে অভিনয় করেছেন তিনি। এর আগে তারকা-কন্যা জানিয়েছিলেন, তিনি অভিনয় করতে চান। কিন্তু পড়াশোনা শেষ না করা পর্যন্ত সে দিকে পা বাড়ানোয় নিষেধাজ্ঞা বাবার। তাই এখনও পর্যন্ত সে অর্থে ‘অভিনেত্রী’ হয়ে ওঠেননি সুহানা।

আরও পড়ুন

×