ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

নিজেকে সব সময়ই ফিল্ম মেকার ভাবি: মনোজ

নিজেকে সব সময়ই ফিল্ম মেকার ভাবি: মনোজ

মনোজ প্রামাণিক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০১ নভেম্বর ২০২১ | ০১:২১ | আপডেট: ০১ নভেম্বর ২০২১ | ০১:৩৬

মনোজ প্রামাণিক। মডেল ও অভিনেতা। সম্প্রতি বিজ্ঞাপনের পাশাপাশি তার অভিনীত বেশ কিছু নাটক, টেলিছবি ও ওয়েব সিনেমা দর্শক প্রশংসা কুড়িয়েছে। অভিনয় নিয়ে ভাবনা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-

'কুল'-এর বিজ্ঞাপনটি আলোচিত হয়েছে। এতে কাজের সময় কি মনে হয়েছিল, এটা এত আলোচনায় আসবে?

কিছুটা মনে হয়েছিল। এটি নির্মাণ করেছেন আদনান আল রাজীব। তার সঙ্গে যত কাজ করেছি, প্রায় কাজই দর্শকপ্রিয়তা পেয়েছে। বিজ্ঞাপনের কাজের পর শুধু মনে হয়েছিল, এটি অনেকের ভালো লাগতে পারে। সেটাই হয়েছে। মানুষ পছন্দ করেছেন। কারণ, এর গল্প রোমান্টিক ও নির্মাণ কিছুটা ভিন্ন ধাঁচের।

আপনার অভিনীত 'মিশন এক্সট্রিম' ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। এটি নিয়ে কেমন আশাবাদী?

আমি বেশ আশাবাদী। অনেক দিন পর বড় পরিসরে একটি সিনেমা মুক্তি পেতে যাচ্ছে। ছবির গল্প ও আমার অভিনীত চরিত্রে বেশ ভিন্নতা রয়েছে। এতে আমি অভিনয় করেছি সন্ত্রাসী যুবকের চরিত্রে।

এই চরিত্রে অভিনয় করা কতটা চ্যালেঞ্জিং ছিল?

দেখুন, সাইকোলজিক্যালি আমার কাছে সব চরিত্রই চ্যালেঞ্জিং। অভিনয়ে একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়। নানা প্রস্তুতি থাকে। চরিত্রে চ্যালেঞ্জিং বিষয় আছে বলেই অভিনয় করছি।

নাটক-সিনেমার বাইরে ওটিটি প্ল্যাটফর্মেও সরব আপনি। এই মাধ্যমের ভবিষ্যৎ কেমন দেখছেন?

ওটিটি এখন বিশ্বে সবচেয়ে সম্ভাবনাময় প্ল্যাটফর্ম। এখানে কাজে থাকে যত্নের ছাপ। পয়সা খরচ করে এর কনটেন্ট বিভিন্ন রুচির মানুষ তাদের প্রয়োজনমাফিক দেখতে পারেন। দর্শক এতে অভ্যস্ত হতে শুরু করেছে। ওটিটির কনটেন্টের ভিন্নতা থাকে বলেই দর্শক এর দিকে বেশি ঝুঁকছে। এটি আমার কাছে একটি আর্কাইভ বা লাইব্রেরির মতো মনে হয়। পছন্দমতো কিছু পাওয়া যায়। কিছু অনলাইননির্ভর প্ল্যাটফর্মে আবার ফ্রিতে দেখছেন দর্শক। ভিউয়ের কথা মাথায় রেখে এখানে কনটেন্ট আপলোড করা হয়। যে জন্য এর মান সব সময় ধরে রাখা সম্ভব হচ্ছে না।

প্রযোজনা প্রতিষ্ঠান 'মনপাচিত্র' নিয়ে কোনো পরিকল্পনা আছে?

এ প্রযোজনা প্রতিষ্ঠানের মাধ্যমে এরই মধ্যে শিক্ষার্থীদের নিয়ে ১৪টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র করেছি। আসছে বিজয় দিবস উপলক্ষে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নিয়ে হাজির হচ্ছি। আলফা আইয়ের প্রযোজনায় 'মনপাচিত্র' এটি বাস্তবায়ন করছে।

হাতে থাকা অন্যান্য ছবির কী অবস্থা?

দীপঙ্কর দীপনের 'অপারেশন সুন্দরবন', নুরুল আলম আতিকের 'মানুষের বাগান' ছবির কাজ অনেক আগেই শেষ করেছি। প্রদীপ ঘোষের পরিচালনায় 'ভালোবাসার প্রীতিলতা' ছবির কিছু কাজ বাকি রয়েছে। শিগগিরই এর কাজ শুরু হবে বলে শুনেছি।

সব মাধ্যমে আপনি কাজ করছেন। আসলে আপনার টার্গেট কী?

একজন অভিনেতার কাছে প্ল্যাটফর্ম নয়, অভিনয়ই মুখ্য বিষয়। আমার ফোকাস ভালো অভিনয়ে। ভালো অভিনয় করতে চাই। যাতে দর্শক আমাকে ভালোবাসবে। সেখানে কমার্শিয়াল না আর্ট ফিল্ম, ইউটিউব না টেলিভিশন- এটা নিয়ে কখনোই ভাবি না।

পরিচালনায় আপনার ঝোঁক রয়েছে...

নিজেকে সব সময়ই ফিল্ম মেকার ভাবি। চলচ্চিত্র বিষয়ের ওপর শিক্ষার্থীদের পড়াচ্ছি। এই যে অভিনয় করছি, তা ফিল্ম মেকিংয়ের অংশ।


আরও পড়ুন

×