সেই স্বপ্নের পুরুষকেই বিয়ে করলেন প্যারিস হিলটন

বিনোদন ডেস্ক
প্রকাশ: ১৩ নভেম্বর ২০২১ | ০২:০১ | আপডেট: ১৩ নভেম্বর ২০২১ | ০২:০১
মার্কিন তারকা প্যারিস হিলটন চলতি বছরের ফেব্রুয়ারি মাসে কার্টার রিউমের সঙ্গে আংটি বদল করেন প্যারিস। নির্জন এক দ্বীপে আয়োজিত সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুধু তাঁর ঘনিষ্ঠজনেরা। এরপর প্রায় বছর পার হয়ে গেলো। অনেকেই ভেবে বসেছিলেন এই আংটি বদলেই হয়তো প্যারিস আর কার্টারের সম্পর্ক শেষ। বিয়ে করা আর হচ্ছে না তাদের। এই ভাবনা এবার প্যারিস ভুল প্রমাণ করলেন।
প্যারিস হিলটনের নামের পাশ থেকে বাদ পড়লো ব্যাচেলার তকমা। চল্লিশ বছর বয়সী এই মার্কিন তারকা বিয়ের পর্ব সেরে ফেললেন প্রেমিক কার্টার রিয়ামের সঙ্গেই।
১১ নভেম্বর অভিনেত্রী, গায়িকা প্যারিস হিলটনের দাদা ব্যারোন হিলটনের বেল এয়ার এস্টেটে বসেছিলো এই বিয়ের আসর।
ইনস্টাগ্রামে বিয়ের খবর নিশ্চিত করেছেন প্যারিস হিলটন নিজেই। সাদা গাউনে ঝলমল করলেন কনে, নজর কাড়ল তার হাতের সুবিশাল হীরের আংটিও। বিয়ের একাধিক ছবি ও ভিডিও ইনস্টায় শেয়ার করেছেন তিনি।
বেল এয়ার এস্টেটে তিনদিন ধরে চলছে বিভিন্ন আনুষ্ঠানিকতা। প্যারিসের ব্রাইডস মেইট তালিকায় ছিলেন হাল্লে হ্যামন্ড, টেসা গ্রাফিনরা। এমা রবার্টস, অ্যাসলে বেনসন, বেবে রেক্সা-র মতো এ-লিস্টাররা এই বিয়ের অংশ ছিলেন।
ফেব্রুয়ারিতে বাগদাম সারার পর প্যারিস বলেছিলেন, যখন তুমি নিজের সোলমেট-কে খুঁজে পাও, তুমি সেটা ঠিক জানতে পারো। তুমি সেটা অনুভব করতে পারো’।
এবছর জানুয়ারি মাসেই প্যারিস ঘোষণা করেছিলেন রিয়ামকে ডেট করছেন তিনি। সে সময় সাক্ষাৎকারে তিনি বলেন, ‘রিয়াম আমার স্বপ্নের পুরুষ, ওর সঙ্গে বিয়ের পরিকল্পনা, বাচ্চাদের নাম সব ভেবে ফেলেছি। জীবনের নতুন অধ্যায় শুরু করতে আমি খুব উত্তেজিত’। আর মাস কয়েক যেতে না যেতেই বিয়ের বাঁধনে বাঁধা পড়লেন এই তারকা জুটি।
২০২০ সালে গোল্ডেন গ্লোবের এক পার্টিতে তাঁদের পরিচয় প্যারস ও কার্টারের। মহামারিতে তাদের সেই সম্পর্কটা গাঢ় হয়। অন্য সময়ে হলে প্রায় পাঁচ বছর লেগে যেত। এ সময়টা প্যারিসের দরকারও ছিল। কেননা, এর আগে বছরে প্রায় ২৫০ দিন ব্যবসার জন্য ঘুরে বেড়াতে হতো তাকে। গত সেপ্টেম্বরে তিনি বলেছিলেন, ‘এই প্রথম ঘোরাঘুরি বন্ধ করে আমাকে ঘরে বসে থাকতে বাধ্য করা হয়। আমরা আরও কাছাকাছি হতে পেরেছি।’ এর মধ্যে তার সন্তান জন্মের গুজব রটে।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ঘটনা সত্য নয়। আমি বরং বিয়ে পর্যন্ত অপেক্ষা করব। নিজেকে প্রস্তুত করছি। কারণ আমার একসঙ্গে দুটি সন্তান চাই, একটি ছেলে, একটি মেয়ে।’