সামান্থার আগে যাকে বিয়ে করতে চেয়েছিলেন নাগা

ছবি: সংগৃহীত
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২৪ নভেম্বর ২০২১ | ০৫:১৫ | আপডেট: ২৪ নভেম্বর ২০২১ | ০৫:১৫
সামান্থা রুথ প্রভুর সঙ্গে বিয়ের আগে আরেক তেলেগু অভিনেত্রীকে বিয়ে করতে চেয়েছিলেন আলোচিত তেলেগু অভিনেতা নাগা চৈতন্য ।
২০১৩ সাল থেকে তারা দুজন প্রেমে মত্ত ছিলেন। আর ওই অভিনেত্রী আর কেউ নন; তিনি হলেন কমল হাসান কন্যা শ্রুতি হাসান।
সংবাদমাধ্যমের খবর, ২০১৩ সালে নাগা-শ্রুতির প্রথম দেখা। প্রেম শুরু তার পরেই। শ্রুতিকে বিয়ে করার ইচ্ছা ছিল নাগার। কিন্তু ঘটনাচক্রে তাদের সম্পর্কে ফাটল ধরায় বিয়ে তো হয়নি, প্রেমও ভেঙে যায়। এরপর সামান্থার সঙ্গে বিয়ের পরে শ্রুতির সঙ্গে ২০১৮ সালে ‘প্রেমম’ ছবিতে অভিনয় করেন নাগা।
২০১৭ সালে সামান্থার সঙ্গে বিয়ে হয় নাগার। চলতি বছরের অক্টোবর মাসে তারা আলাদা হয়ে যান। চার বছরের দাম্পত্যে ছেদ পড়ায় অনুরাগীদের হতাশা-বার্তায় ভরে উঠেছিল ইনস্টাগ্রাম, টুইটার। সামান্থা-নাগার বিচ্ছেদের কারণ স্পষ্ট না হলেও মনে করা হয়, সন্তান সংক্রান্ত বিষয়েই বিভিন্ন সমস্যা শুরু হয়েছিল তারকা দম্পতির মধ্যে। তা ছাড়া বাড়ির বউকে খোলামেলা বা সাহসী দৃশ্যে দেখতে নাকি রাজি ছিল না নাগার পরিবার। সূত্র: নিউজ-১৮
- বিষয় :
- নাগা চৈতন্য
- সামান্থা
- শ্রুতি হাসান