ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

আমাদের নিয়ে যাতে ট্রল না হয় সেদিকে খেয়াল রাখছি: অনন্ত

আমাদের নিয়ে যাতে ট্রল না হয় সেদিকে খেয়াল রাখছি: অনন্ত

অনিন্দ্য মামুন

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২১ | ০৫:১০ | আপডেট: ২৬ নভেম্বর ২০২১ | ০৬:১৩

মানিকগঞ্জের সিংগাইরের ধল্লা গ্রামে হচ্ছে অনন্ত জলিলের ছবি 'নেত্রী দ্য লিডার' ছবির শুটিং।  ছবিটিতে একজন রাজনৈতিক নেত্রীর চরিত্রে অভিনয় করছেন বর্ষা। আর তার দেহরক্ষীর ভূমিকায় অভিনয় করছেন অনন্ত জলিল। ব্যয়বহুল এই ছবিটি পারফেক্ট কিছু দিতে চাইছেন অনন্ত-বর্ষা। এ জন্য কঠোর পরিশ্রম করছেন বলে জানালেন।

অনন্ত বলেন,আমি নিজেই সব দেখভাল করছি। সব আর্টস্টদের জামাটাও আমি চুজ করে দিচ্ছি। মানুষ যেন ট্রল করতে না পারেন সে দিকে খেয়াল রাখছি।

এই চলচ্চিত্রের আয়োজন নিয়ে প্রায় মাথা খারাপ হয়ে গেছে অসম্ভবকে সম্ভব করা এই নায়কের। কারণ জিজ্ঞেস করতেই বললেন, ছবিতে অ্যাক্টিং করছি প্রোডিউস করছি এর পাশাপাশি এর কনসেপ্ট ও কস্টিউমের কাজও আমি করছি। সব ম্যানেজমেন্ট দেখাশোনা- মাথাটা কিভাবে ভালো থাকে বলেন।

আক্ষেপ থাকলেও অনন্ত জলিলের কথা শেষ পর্যন্ত আত্মবিশ্বাসের সঙ্গে শেষ হয়। নিজের চরিত্র বিশ্লেষণ করতে গিয়ে বলেন, আসলে আমি তো সবসময় চ্যালেঞ্জ নিতেই ভালোবাসি। এটি চ্যালেঞ্জিং চরিত্র, আর এজন্য আমাকে খাটতে হচ্ছে প্রচুর। ঘুমানোর আগেও চরিত্রটি নিয়ে ভাবছি, কতটা সুনিপুণভাবে পর্দায় চরিত্রটির রূপদান করা যায় ভেতরে ভেতরে সেই তাগিদ অনুভব করছি।

অনন্ত বলেন, চলচ্চিত্রে নেত্রীর অফিস, কনফারেন্স রুম ডিজাইন দেখে মনে হবে এটা কোনও দেশের নেত্রীর অফিস ডিজাইন! অন্যান্য শিল্পীদের ড্রেস, লুক সবকিছু নিয়ে আমি কাজ করেছি। তুরস্কে শুটিং এবং সেখানকার সবার সঙ্গে যোগাযোগ আমি নিজে করছি। আমাদের গল্পে তাদের কাজে আগ্রহী করা। এমন কোনো কাজ নাই যে আমি এই সিনেমার জন্য করছি না।

খোঁজ দ্য সার্চ খ্যাত এই নায়ক বলেন, একমাসে ধরে আমি সাড়ে তিন ঘণ্টার বেশি ঘুমাতে পারি নাই, শুধু এই ছবির জন্য। এতে আমি নেত্রীর দেহরক্ষী হিসেবে কাজ করছি। আফসোস হচ্ছিল, এই চরিত্রে আমার তেমন নতুন কস্টিউম নাই। দেখছি আমাদের প্রধানমন্ত্রীর দেহরক্ষী হিসেবে যারা কাজ করেন তাদের আচরণ পোশাক কেমন।

অনন্ত বলেন, মানুষ যেন ট্রল না করে সেদিকে খেয়াল রাখছি। মানুষের বোঝা উচিত এত বড় ইন্টারন্যাশনাল মানের সিনেমা করতে কতটা পরিশ্রম ও আয়োজন রাখা উচিত। বেটার লোকেশনের জন্য কিছু শুটিং চেন্নাইতে করেছি। বাংলাদেশের অংশ শেষ করে তুরস্কে শুটিং করবো। সেখানে বাকি ৫০ শতাংশ শুটিং শেষ হবে। শুটিং শেষ না হলে বলা যাবে না ‘নেত্রী’ সিনেমার বাজেট আসলে কত!

এই চলচ্চিত্রে পরিচালকের দায়িত্ব পালন করছেন তামিল পরিচালক উপেন্দ্র মাধব। অনন্ত জলিল বর্ষা ছাড়াও অভিনয় করছেন তামিল ভিলেন প্রদীপ রাওয়াত, তরুণ অরোরা, বাংলাদেশের কাজী হায়াত।

আরও পড়ুন

×