৭১ বছর বয়সেও ১০ কেজি ওজন কমালেন শাবানা

শাবানা আজমি
বিনোদন ডেস্ক
প্রকাশ: ০২ ডিসেম্বর ২০২১ | ০৫:৩৭ | আপডেট: ০২ ডিসেম্বর ২০২১ | ০৫:৩৯
বয়স ৭১ বছর। এই বয়সেই ১০ কেজি ওজন কমিয়ে একেবারে ফুরফুরে হয়ে উঠলেন শাবানা আজমি। করণ জোহরের পরবর্তী ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি’ জন্যই এই দশ কেজি ওজন কমালেন তিনি।
'রকি অউর রানি কি প্রেম কাহানি’নিজের চরিত্রকে আরও বিশ্বাসযোগ্য করার জন্য এই ওজন কমানো বলে মন্তব্য পাঁচবারের জাতীয় পুরস্কারপ্রাপ্ত এই অভিনেত্রীর।
ছবিতে আলিয়া ভাটের দাদির ভূমিকায় দেখা যাবে শাবানাকে। তার ভাষ্য, ছবিতে আমি একজন অত্যন্ত উচ্চবিত্ত ঘরের বর্ষীয়ান সমস্যা। তাই করণ আমাকে এই ছবিতে ভীষণ গ্ল্যামারাস এবং আকর্ষনীয় একজন মানুষ হিসেবে হাজির হতে হবে। ছবিতে আমার পোশাক ডিজাইন করেছেন মনিশ মালহোত্রা'।
নিজের ওজন কমানোর প্রসঙ্গেও মুখ খুলেছেন শাবানা, ' সাধারণত কোনও চরিত্রের জন্য ওজন খুব করে বাড়ানো কিংবা কমিয়ে ফেলতে আমি সেভাবে বিশ্বাসী নই। বিশেষ করে একটা বয়সের পর তো নয়ই। তবে করণের ছবির জন্য এই চরিত্রের জন্য এটি জরুরি ছিল'।
এর আগে শাবানা আজমিকে শ্যাম বেনেগারে মান্ডি ছবির জন্য দশ কেজি ওজন বাড়াতে হয়েছিলো। এবার করণের জন্য কমাতে হলো ওজন।
- বিষয় :
- শাবানা আজমি
- বিনোদন
- ওজন কমানো
- করণ জোহর