বড় পর্দায় নিজেকে দেখে শুধু স্মৃতি মনে পড়েছে: ঐশী

জান্নাতুল ফেরদৌস ঐশী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১ | ০১:১১ | আপডেট: ০৪ ডিসেম্বর ২০২১ | ০১:১৭
জান্নাতুল ফেরদৌস ঐশী। অভিনেত্রী ও মডেল। গতকাল মুক্তি পেয়েছে তার অভিনীত প্রথম চলচ্চিত্র 'মিশন এক্সট্রিম'। চলচ্চিত্রে অভিষেক, অভিনয় নিয়ে ভাবনা ও অন্যান্য প্রসঙ্গে কথা হয় তার সঙ্গে-
চলচ্চিত্রে অভিষেক হলো, কেমন লাগছে?
'মিশন এক্সট্রিম' ছবিটি মুক্তির পর থেকে এখনও ঘোরের মধ্যে আছি। যে ছবি নিয়ে দিনের পর দিন কাজ করেছি, সবার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ভালো কিছু তুলে ধরার চেষ্টায় ছিলাম, এখন সেটি দর্শক দেখছেন। এসব ভেবে অন্যরকম এক অনুভূতি হচ্ছে, যা ভাষায় প্রকাশ করতে পারব না।
দর্শকের সঙ্গে বসে নিজের প্রথম ছবি দেখার অনুভূতি কেমন ছিল?
ছবি চলার সময় সেভাবে কিছু খেয়াল করিনি। তবে বড় পর্দায় নিজেকে দেখে শুধু পুরোনো দিনের স্মৃতি মনে পড়েছে। যখন নিজে ছিলাম অন্য সবার মতো সাধারণ দর্শক, তখন ছবি দেখে ভাবতামথ আমাকেও যদি কখনও বড় পর্দায় দেখা যায়, তাহলে দারুণ হবে বিষয়টা। অতীতের সেই ভাবনা যে কোনো একদিন সত্যি হবে, তা কল্পনাও করতে পারিনি। তবে এসব ভাবনার পাশাপাশি একটু ভয়ও কাজ করছিল, তাহলো ছবি নিয়ে দর্শকের প্রতিক্রিয়া কী হবে ভেবে। ছবি শেষে দেখলাম অনেকেই কাজের প্রশংসা করছেন। যাদের প্রশংসা পেয়েছি, তাদের বেশিরভাগই ছিল সিনেমার মানুষ। এখন অপেক্ষায় আছি সাধারণ দর্শকের ভালো-মন্দ লাগার বিষয়টি জানার।
'মিশন এক্সট্রিম' দর্শকের প্রত্যাশা কতটা পূরণ করবে বলে আপনার মনে হয়?
অভিনেত্রী নই, দর্শক হিসেবে বলব, 'মিশন এক্সট্রিম' সময়োপযোগী একটি ছবি। সমকালীন দর্শকের ভালো লাগার কথা মাথায় রেখেই এর কাহিনি লেখা ও নির্মাণে নতুনত্ব তুলে ধরার চেষ্টা ছিল। একই সঙ্গে আমরা যারা শিল্পী ও অন্যান্য কাজের সঙ্গে জড়িত ছিলাম, সবারই চেষ্টা ছিল নিজেদের সেরা কাজ তুলে ধরার। কারণ শুরু থেকে একটা কথাই আমাদের মাথায় রাখতে হয়েছে, তাহলো দর্শকই সিনেমার প্রাণ। তাদের আনন্দ দিতেই আমাদের এত শ্রম-ঘাম ঝরানো প্রচেষ্টা।
অভিষেক হলো, এখন নিশ্চয় বড় পর্দায় নিয়মিত কাজ করতে দেখা যাবে?
দর্শকের ভালোবাসা আর ভালো কাজের সুযোগ পেলে সিনেমায় নিয়মিত কাজ করব। সবকিছুই নির্ভর করছে দর্শকের ওপর। তাদের কতটা মনোযোগ কাড়তে পারব সময়ই বলে দেবে। তার আগে নিজেকে যোগ্য অভিনেত্রী হিসেবে প্রমাণ করতে হবে।
বড় পর্দার পাশাপাশি টিভি নাটকে কখনও অভিনয়ে দেখা যাবে কী?
টিভি নাটকে অভিনয় নিয়ে কখনও ভাবিনি। নাটকে অভিনয়ের প্রস্তাব পেয়েছি, তারপরও কেন জানি কাজ করার বিষয়ে মন সায় দেয়নি। তবে টিভি নাটকে না হলেও ওটিটি প্ল্যাটফর্মে কাজের ইচ্ছা আছে। পাশাপাশি বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করে যেতে চাই। আপাতত এর বাইরে অন্য কিছু করার কথা ভাবছি না।
অভিনয় নিয়ে আপনার ভাবনার কথা জানতে চাই?
আমার প্রথম লক্ষ্য অভিনেত্রী হিসেবে প্রতিষ্ঠার আগে দর্শক ও নির্মাতাদের কাছে নিজেকে যোগ্য করে তুলে ধরা। ভালো গল্প, চরিত্র ও নির্মাতাদের সঙ্গে কাজের মধ্য দিয়েই তা সম্ভব। তাই যখনই ভালো কিছুর সুযোগ পাব, নিষ্ঠার সঙ্গে কাজ করে যাব। আপাতত এটাই আমার ভাবনা।
- বিষয় :
- জান্নাতুল ফেরদৌস ঐশী
- মিশন এক্সট্রিম
- বিনোদন