ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

মা আমার সঙ্গে কাজ করতে চান না: সারা আলী খান

মা আমার সঙ্গে কাজ করতে চান না:  সারা আলী খান

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১ | ০১:৫৩ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ | ০২:৫২

মা অমৃতা সিং ছিলেন আশি-নব্বই দশকের বলিউডের জনপ্রিয় অভিনেত্রী। বাবা সাইফ আলী খানও বলিউডের জনপ্রিয় অভিনেতা। তাদের মেয়ে সারা আলী খানও কম যান না!

মাত্র তিন বছর হলো তিনি বলিউডে পা রেখেছেন। এরই মধ্যে যথেষ্ট জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। এই সময়ের মধ্যে মা বা বাবার সঙ্গে কোনো ছবিতে অভিনয় করা হয়নি সারার। অমৃতা সিংয়ের সঙ্গে একটি বিজ্ঞাপনে কাজ করেছেন তিনি । তবে সারা মনে করেন, অমৃতা তার সঙ্গে কাজই করতে চান না। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানিয়েছেন তিনি।

ভারতীয় গণমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে বলা হয়েছে, মায়ের সঙ্গে কোনো ছবিতে কাজ করবেন কী-না এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমার মনে হয় না মা আমার সঙ্গে কাজ করতে চান। শট দেওয়ার সময় আমার মুখে একটা চুল এসে পড়লে মা ‘কাট’ বলে কাজ থামিয়ে দেবে। তারপর হয়তো আমার চুল ঠিক করতে আসবে। আমাকে যাতে দেখতে খুব ভাল লাগে সেই চেষ্টাই মা সব সময় করে যাবে। আমি মাকে এমন পরিস্থিতিতে ফেলতে চাই না।

সারার মতে, তার মা অমৃতা মনে করেন নিজের কাজে শতভাগ দিলে তবেই সফল হওয়া যায়। তার কথায়, আমার মা একজন অসাধারণ অভিনেত্রী। তিনি মা হওয়ার আগে থেকেই অভিনয় করেন।

৮০ এবং ৯০-এর দশকে অনেক ছবিতে অভিনয় করেছেন অমৃতা। ‘বেতাব’, ‘নাম’, ‘আয়না’-র মতো ছবিতে দেখা গেছে তাকে। সারা জানিয়েছেন, মা-বাবার কাছ থেকেই তিনি অভিনয়ের পরামর্শ পেয়েছেন।

আরও পড়ুন

×