দর্শক ভালো কাজ বোঝেন: তিশা

তাসনুভা তিশা।
আনন্দ প্রতিদিন প্রতিবেদক
প্রকাশ: ০৫ ডিসেম্বর ২০২১ | ১২:০০ | আপডেট: ০৬ ডিসেম্বর ২০২১ | ০৪:০২
তাসনুভা তিশা। অভিনেত্রী ও মডেল। এনটিভিতে প্রচার হচ্ছে তার অভিনীত নাটক 'ফ্রেন্ড বুক'। এ ছাড়া ওয়েবমাধ্যমের কাজেও ব্যস্ত তিনি। নাটক ও অন্যান্য প্রসঙ্গে কথা হলো তার সঙ্গে-
অনেক আওয়াজ হচ্ছে, বাইরে নাকি?
হ্যাঁ, উত্তরায় শুটিংয়ে যাচ্ছি। 'আমার তুমি' নামে রোমান্টিক গল্পের নাটকটি পরিচালনা করছেন মাকসুদুর রহমান বিশাল। এটি চ্যানেল আইয়ে প্রচার হবে।
আপনার অভিনীত 'ফ্রেন্ড বুক' নামে একটি নাটক প্রচার শুরু হয়েছে। নাটকের গল্প কী নিয়ে?
তিন বন্ধুর নিজ অবস্থান থেকে প্রতিবাদ, প্রতিরোধ আর এগিয়ে যাওয়ার গল্প নিয়েই নাটকটি। কঠিন একটা চাপ সামলে নিয়েছে নাজিবা তার ব্যাডমিন্টন কোর্টে। ব্যাডমিন্টন নিয়ে তার অনেক স্বপ্ন। দক্ষ হাতে কর্ক সামলে নিতে পারলেও মা-বাবার ভেঙে যাওয়া সংসারের চাপ সামলাতে হিমশিম খেতে হয় মেয়েটিকে। একপর্যায়ে কোচ শাকেরের কুনজর পড়ে। শুরু হয় নানা ঝামেলা। এভাবেই এগিয়ে যায় গল্প। এখানে আমি অভিনয় করেছি একজন ব্যাডমিন্টন খেলোয়াড়ের চরিত্রে।
বাস্তবে কি আপনি খেলাধুলা পছন্দ করেন?
পর্দায় আমাকে ব্যাডমিন্টন খেলোয়াড়ের চরিত্রে অভিনয়ে দেখা গেলেও খেলাধুলা একদমই পছন্দ করি না। তারপরও নাটকের চরিত্রটি ফুটিয়ে তুলতে চেষ্টা করছি। যখন নিজের চরিত্রের বাইরে গিয়ে স্ক্রিপ্টের চরিত্র ধারণ করি, তখন কাজটি চ্যালেঞ্জিং লাগে।
ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র 'বকুল ফুল'। কেমন সাড়া পাচ্ছেন?
বেশ ভালো। দর্শক পর্দায় জীবনের গল্প দেখতে পছন্দ করেন। এই গল্পের মধ্য দিয়ে আনন্দ, কষ্ট, প্রেম, ভালোবাসা সবকিছুর ছোঁয়া পাওয়া যায়। যে জন্য এটি দর্শক গ্রহণ করেছেন। দর্শক ভালো কাজ বোঝেন। তারা ভালো-মন্দের বিচার করতে পারেন। যা আবারও প্রমাণ হয়েছে। চলচ্চিত্রে যে যার জায়গা থেকে চরিত্র ফুটিয়ে তোলার চেষ্টা করেছি। অভিনেতা মোশাররফ করিম একেবারে অন্যরূপে হাজির হয়েছেন। টিমওয়ার্কও ভালো ছিল।
অভিনয়ের পাশাপাশি মডেলিং কেমন উপভোগ করছেন?
আমার বিজ্ঞাপনের সংখ্যা কিন্তু খুব বেশি নয়। এরপরও আমি ভাগ্যবান। যে কয়টি কাজ করেছি, তা দর্শকের ভালো লেগেছে। মডেল হিসেবে প্রশংসা পেয়েছি অনেকের। এটা ঠিক, কাজের বিষয়ে আমি ভীষণ খুঁতখুঁতে। ভালো কিছুর জন্য অনেক বাছবিচার করি। যখন দর্শক কাজের প্রশংসা করেন, তখন বুঝি মানের বিষয়ে ছাড় দিইনি বলে এই প্রশংসা পাচ্ছি। ভালো কাজের জন্য কোনো আপস নয়- এই নীতিই মেনে চলি।
- বিষয় :
- তাসনুভা তিশা
- অভিনেত্রী
- মডেল
- ফ্রেন্ড বুক
- দর্শক
- বকুল ফুল