অভিনেতা আমির সিরাজী লাইফ সাপোর্টে

অভিনেতা আমির সিরাজী
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১ | ০১:৪৭ | আপডেট: ২৫ ডিসেম্বর ২০২১ | ০১:৪৯
শ্বাসকষ্টজনিত সমস্যা নিয়ে রাজধানীর রামপুরার একটি হাসপাতালে লাইফ সাপোর্টে আছেন ঢাকাই সিনেমার খল অভিনেতা আমির সিরাজী। শুক্রবার রাত সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তার শারীরিক অবস্থা আগের চেয়ে ভালো আছে বলে জানিয়েছেন তার বড় মেয়ে নুর জাহান সিরাজী।
চিকিৎসকের বরাত দিয়ে নুরজাহান সিরাজী বলেন ‘ বাবার অবস্থা আগের চেয়ে এখন একটু ভালো। তবে এখনও লাইফ সাপোর্টে আছেন।বাবার জন্য সবার কাছে দোয়া চাই।
যাত্রাপালায় অভিনয় করা আমির সিরাজী ১৯৮৪ সালে অভিনয়ের জন্য ঢাকায় আসেন। মতিন রহমান পরিচালিত ‘রাধা কৃষ্ণ’ সিনেমায় মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হয় তাঁর। দীর্ঘ ক্যারিয়ারে প্রায় সাত শতাধিক সিনেমায় অভিনয় করেছেন। খল অভিনেতা হিসেবে তিনি বেশি জনপ্রিয়।
- বিষয় :
- আমির সিরাজী
- হাসপাতালে
- অভিনেতা