ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বলিউডের পার্টিগুলো ভণ্ডামিতে ভরা: নওয়াজউদ্দিন

বলিউডের পার্টিগুলো ভণ্ডামিতে ভরা: নওয়াজউদ্দিন

অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২২ | ০৫:২২ | আপডেট: ০১ জানুয়ারি ২০২২ | ০৫:২৩

বলিউডের পার্টিগুলো ভণ্ডামিতে ভরা বলে মন্তব্য করেছেন শক্তিমান অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকী। এই জন্য তিনি খুব একটা পর্টিগুলোতে যাননা বলেও জানিয়েছেন। 

নওয়াজউদ্দিন সিদ্দিকী বলেন,'বলিউডের পার্টিগুলোতে প্রাণের ভীষণ অভাব। তাছাড়া মিথ্যা ব্যাপারস্যাপার এবং ভণ্ডামিতে ভরা, যা আমার একেবারেই পছন্দ না'

পর্দায় যেমন সাধারণ অভিনয় করেছেন বাস্তব জীবনেও নওয়াজ ঠিক তেমনই বলে জানান। শোআপ পছন্দ নয় তার। পছন্দ নয় মিথ্যে সম্পর্কও। এ অভিনেতা বলেন, 'পর্দায় আমার অভিনীত চরিত্রগুলির মতো বাস্তবেও ভীষণ সাধারণ আমি। তাই বলিউডের ঝাঁ চকচকে পার্টির মধ্যে থাকার তুলনায় সাধারণ মানুষের সঙ্গে মিশতে বেশি ভালো লাগে আমার। তাই কাজের বাইরে তাদের সাথেই বেশি সময় কাটাই।'

নওয়াজউদ্দিন সিদ্দিকীর বরাত দিয়ে হিন্দুস্তান টাইম জনায়, ভণ্ডামি ব্যাপারটাকে তিনি কখনোই বরদাশত করতে পারেন না। আর ঠিক এই কারণেই বলিউডের পার্টিতে হাজির হতে অনীহা তার।

আরও পড়ুন

×