সস্ত্রীক করোনায় আক্রান্ত জন আব্রাহাম

জন আব্রাহাম ও তার স্ত্রী প্রিয়া রুঞ্চল
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৩ জানুয়ারি ২০২২ | ০১:১২ | আপডেট: ০৩ জানুয়ারি ২০২২ | ০১:১২
করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে টিকা নিয়েও শেষ রক্ষা হলো না। করোনায় আক্রান্ত হলেন বলিউড অভিনেতা জন আব্রাহাম এবং তার স্ত্রী প্রিয়া রুঞ্চল। একটি বিবৃতি দিয়ে এ অসুস্থতার কথা জানিয়েছেন এ অভিনেতা নিজেই।
জন লিখেছেন, 'তিন দিন আগে এমন এক ব্যক্তির সংস্পর্শে এসেছিলাম যিনি পরে কোভিড আক্রান্ত হয়েছিলেন। আমি ও পিয়া এখন কোভিড পজিটিভ। আমরা বাড়িতেই নিভৃতবাসে রয়েছি। তাই কারও সংস্পর্শে আসিনি। আমরা দুইজনেই টিকাপ্রাপ্ত এবং আমাদের কিছু মৃদু উপসর্গ রয়েছে। আপনারা সকলে সুস্থ থাকুন। মাস্ক পরুন।' খবর আনন্দবাজার পত্রিকার।
কয়েক দিন আগে ইনস্টাগ্রামের সব পোস্ট মুছে দিয়ে আলোচিত হয়েছিলেন জন। পরে জানা যায়, নতুন ছবি 'অ্যাটাক'-এর টিজার মুক্তির জন্য এ পদক্ষেপ নিয়েছিলেন এই অভিনেতা। রাকুলপ্রীত সিংহ এবং জ্যাকলিন ফার্নান্ডেজও অভিনয় করেছেন এই ছবিতে।
শোনা গিয়েছিল, ২৮ জানুয়ারি প্রেক্ষাগৃহে ছবিটি মুক্তি পাবে। তবে দেশজুড়ে করোনা সংক্রমণ উদ্বেগজনকভাবে বাড়ার মাঝে আদৌ তা হবে কিনা, সে বিষয়ে এখনও স্পষ্ট কিছু জানা যায়নি। বর্তমান 'জার্সি', 'আরআরআর'-এর মতো বড় বাজেটের ছবিগুলির মুক্তিও আপাতত স্থগিত রয়েছে।
- বিষয় :
- জন আব্রাহাম
- প্রিয়া রুঞ্চল