ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সৃজিতের পর করোনায় আক্রান্ত আইরা, আলাদা থাকছেন মিথিলা

সৃজিতের পর করোনায় আক্রান্ত আইরা, আলাদা থাকছেন মিথিলা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৬ জানুয়ারি ২০২২ | ০৫:৩৭ | আপডেট: ০৬ জানুয়ারি ২০২২ | ০৬:০৪

গায়ক ও অভিনেতা তাহসান ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার মেয়ে আইরা তাহরীম খান করোনায় আক্রান্ত হয়েছে বলে খবর দিয়েছে কলকাতার আনন্দবাজার পত্রিকা। আইরা এখন কলকাতায় সৃজিত-মিথিলার সঙ্গে রয়েছে।

মিথিলা আনন্দবাজারকে বলেন, ‘আইরার তিন দিন ধরে জ্বর। পরীক্ষা করালে বুধবার করোনা পজিটিভ ধরা পড়ে। তবে আগে থেকেই ওষুধ খাওয়ানো শুরু করায় এখন বেশ ভালো আছে।’

কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হন মিথিলার স্বামী নির্মাতা সৃজিত মুখার্জি। তার অবস্থা ভালো বলে জানিয়েছেন মিথিলা। মিথিলা বলেন, ‘সৃজিত ও আইরা দু’জনই এখন আগের চেয়ে ভালো আছে। তারা যেন দ্রুত সুস্থতা লাভ করে সেজন্য সবাই দোয়া করবেন।’

স্বামী ও কন্যা দু’জনের কাছ থেকেই আলাদা থাকছেন মিথিলা। দূর থেকে তিনি তাদের খাবার ও ওষুধ দিচ্ছেন।

২০০৬ সালের ৩ আগস্ট তাহসানের সঙ্গে মিথিলার বিয়ে হয়। ২০১৭ সালের জুলাইয়ে বিয়েবিচ্ছেদ হয় তাদের। তাহসান-মিথিলার একমাত্র সন্তান আইরা এখন সৃজিত- মিথিলার সঙ্গে থাকে। 

২০১৯ সালের ডিসেম্বরে কলকাতার নির্মাতা সৃজিতকে বিয়ে করেন মিথিলা

আরও পড়ুন

×