আমরা শিল্পী সমিতির নির্বাচন করছি না: নাঈম-শাবনাজ

নাঈম-শাবনাজ
বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ জানুয়ারি ২০২২ | ০৪:৫৯ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২২ | ০৪:৫৯
গুঞ্জন উঠেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনে মিশা-জায়েদ প্যানেলে চমক হিসেবে থাকছেন নব্বই দশকের সুপারহিট জুটি নাঈম-শাবনাজ। তারা এই প্যানেলের হয়ে প্রকাশ্যে নির্বাচনে অংশ নিবেন বলেউ এফডিসিতে চর্চা হচ্ছিলো। কিন্তু এমন সম্ভাবনাকে উড়িয়ে দিলেন নাঈম-শাবনাজ। রোববার তারা জানালেন, নির্বাচনে অংশ নেওয়ার কোনো সম্ভাবনা তাদের নেই।
নাঈম-শাবনাজের পক্ষ থেকে জানানো হয়, আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ ও মিশা-জায়েদ দুই প্যানেল থেকে তাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে কেনো কারও পক্ষেই ভোটে অংশ গ্রহণ করবেন না তারা।
নাঈম বলেন, 'দুই প্যানেলই আমাদের খুবই প্রিয়। ইলিয়াস কাঞ্চন সভাপতি হিসেবে দাঁড়িয়েছেন এটা শুনে খুবই ভালো লেগেছে। আশা করি দুই প্যানেল থেকে যোগ্যদেরই শিল্পীরা নির্বাচন করে নিবেন।'
নাঈম আরও জানান, 'আমরা এখন ঢাকায় অবস্থান করি না। টাঙ্গাইলে থাকি। নির্বাচন করার শারিরীক অবস্থাও নেই।'
এদিকে ৭ নভেম্বর নাঈমের শরীরে অস্ত্রোপচার করা হয়। এখনও চিকিৎসকের পরামর্শেই চলতে হচ্ছে তাকে। দুই মেয়েকে নিয়ে টাঙ্গাইলে বসবাস করছেন।
নাঈম-শাবনাজ জুটির অভিষেক হয় ‘চাঁদনী’ সিনেমার মাধ্যমে। ১৯৯১ সালের ৪ অক্টোবর মুক্তি পায় ছবিটি। এর পর থেকে সিনেমাপ্রেমীদের কাছে জনপ্রিয় হয়ে উঠতে থাকে এ জুটি। অন্যদিকে নায়ক-নায়িকার ব্যক্তিগত বোঝাপড়ার জায়গাটাও পোক্ত হতে থাকে। ‘বিষের বাঁশি’ ছবির সময়ে এসে প্রেমে জড়ান দুজন। ১৯৯৪ সালে হঠাৎ বিয়ে করে ফেলেন তারা। এ বছর ২৭ পেরিয়ে ২৮ বছরে পড়েছে তাদের সংসার।