ঢাকা সোমবার, ০৭ জুলাই ২০২৫

বাপ্পির ছবিতে মজা পাচ্ছেন দর্শক, হাউজফুল জানালেন পরিচালক

বাপ্পির ছবিতে মজা পাচ্ছেন দর্শক, হাউজফুল জানালেন পরিচালক

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ০৪:২৪ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ০৪:৩১

রাজধানীর ঐতিবাহ্যবাহী সিনেমা হল মধুমিতায় বিকেলের শো শেষ হওয়ার পর সামনে দাঁড়ালে প্রাণ জুড়িয়ে এলো যেনো। করোনার কারণে অনেক দিন ধরেই সিনেমা হলে এমন দৃশ্য দেখা মিলে না। প্রেক্ষাগৃহে না মুক্তি পায় নতুন সিনেমা, না আসে দর্শক। করোনালীন পরিস্থিতিতেও হলে ডজন খানেক নতুন সিনেমা মুক্তি পেলেও তার অধিকাংশ দর্শক টানতে ব্যার্থ হয়। এর মধ্যে কয়েকটি ভালো সিনেমার তকমা পেলেও দর্শক খুব একটা পায়নি। 

ব্যতিক্রম দেখা গেলো গতকাল।  করোনার সংক্রমণ বাড়তে থাকায় ৩১ ডিসেম্বরের পর  নতুন ছবি মুক্তি বন্ধ হয়ে যায়। প্রায় দেড় মাস পর গতকাল  শুক্রবার দেশের ২৫টি সিনেমা হলে  মুক্তি পায়  চিত্রনায়ক বাপ্পি চৌধুরী অভিনীত সিনেমা 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২'। দেবাশীষ বিশ্বাস পরিচালিত ছবিটিতে বাপ্পির নায়িকা হিসেবে আছেন অপু বিশ্বাস। এই সিনেমার বিকেলের শো ভাঙ্গতেই দর্শকদের ভিড় চোখে পড়ে মধুমিতা হলের সামনে। এ সময় সিনেমা কেমন লাগলো? দর্শকদের কাছে জানতে চাইলে উত্তরে তারা গলা ফাটিয়ে বললেন, বস, বাপ্পির সিনেমা দেখে মজা পাইছি। অপুদি আরেকটু স্লিম হইলে আরও ভালো লাগত।'

পরে সিনেমা হলটির কর্ণধার ইফতেখার উদ্দিন নওশাদের সঙ্গে ফোনে কথা হলে তিনিও জানান,শুক্রবার বাপ্পির ছবি ভালো সেল হয়েছে। সন্ধ্যার শো হাউজফুল গিয়েছে বলা যায়। এখন শুক্রবারের পর কেমন ব্যবসা যায় সেটা দেখার বিষয়।

বিগত কয়েক বছর অনেক বড় বাজেটের ছবির সঙ্গে তুলনা করলে 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' এর প্রথমদিনের কালেকশন অনেক এগিয়ে থাকবে বলেও মন্তব্য চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাবেক এই নেতার। 

এদিকে গতকাল সন্ধ্যায় ছবির কেমন যাচ্ছে সে খোঁজ নিতে পরিচালক দেবাশীষ বিশ্বাসের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২ লেগে গেছে। দর্শক সিনেমাটি দেখে মজা পাচ্ছে বলে জানাচ্ছেন। বিজিবি হল, চিত্রালী, সেনা অডিটোরিয়াম এসব হল থেকে হাউজফুল হওয়ার খবর জানিয়েছেন ম্যানেজাররা। 

দেবাশীষ বিশ্বাস বলেন,  ‌‌‌'ঢাকার মধ্যে আমরা যে হল ঘুরেছি সে সব হলে ছবির দর্শক ভালো ছিলো।  এ ছাড়াও সাভার সেনানিবাস, পুরান ঢাকার নিউ গুলশান ও আনন্দ প্রেক্ষাগৃহের খবর নিয়েছি। এই মন্দার মধ্যেও প্রত্যাশার চেয়ে দর্শকের অংশগ্রহণ ভালো।’

রাজধানীর ফার্মগেটের আনন্দ সিনেমা হলে খোঁজ নিলেও ছবিটি ভালো চলতে বলে জানান হিসাবরক্ষক মঞ্জুর আহমেদ। তিনি বলেন, গতকালের সেলে আমরা খুশি। অনেক দিন পর হলে দর্শক একটু বেড়েছে। তবে   স্কুল-কলেজ খোলা থাকলে দর্শক আরও বেশি হতো।

ছবি মুক্তির দিন সকাল থেকেই ঢাকার হলে হলে ঘুরছেন ছবির নায়ক বাপ্পি চৌধুরী। ঘুরছেন পরিচালকসহ অন্য শিল্পীরাও। তবে স্টেজ করতে ভারতে থাকায় নেই অপু বিশ্বাস। 

হলে হলে দর্শকদের প্রতিক্রিয়া দেখে মুগ্ধ হয়েছেন নায়ক বাপ্পি। তিনি বলেন, সকাল থেকে ব্যস্ততার মধ্যে কাটছে। সকালে মর্নিং শো দেখতে গিয়েছিলাম মধুমিতায়। সকালের শো হলেও ভালো দর্শক ছিল। অনেকদিন পর হলে গিয়ে দর্শকদের শিস বাজানো শুনতে পেলাম। দারুণ এনজয় করেছি বিষয়টি। বিকেলে যাই সনি ও শ্যামলী সিনেমা হলে।  

আরও পড়ুন

×