ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

অভিনেত্রী তানজিন তিশার বাবা মারা গেছেন

অভিনেত্রী তানজিন তিশার বাবা মারা গেছেন

তানজিন তিশা

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০৯ | আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২২ | ১২:২৩

টিভি নাটকের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার বাবা আব্দুল কাশেম মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে মারা যান তিনি। 

বাবার মৃত্যুর খবর সমকাল তিশার কাছ থেকেই নিশ্চিত হয়েছে। তবে বাবার মৃত্যুতে বিষাদগ্রস্ত তিশা  তাৎক্ষণিকভাবে কিছুই জানাতে পারেননি। শুধু বলেন, ‌'আমার বাবার জন্য সবাই দোয়া করবেন। দেশবাসীকেও দোয়া করতে বলবেন।'

তিশার পারিবারিক সূত্র জানিয়েছে,  ক্যান্সার আক্রান্ত আব্দুল কাশেমের শারীরিক অবস্থা খারাপ হলে রাজধানীর কাকরাইলের ইসলামিয়া সেন্ট্রাল হাসপাতালে  ভর্তি করা হয়। শনিবার সন্ধ্যা পর্যন্ত শরীর ভালো থাকলেও হঠাৎ করে শরীর খারাপ হতে শুরু করে এবং হাসপাতালেই মৃত্যুবরণ করেন তিনি।

২০২১ সালের আগস্টে তানজিন তিশার বাবা আবুল কালাম অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন। ওই সময় তার মাইনর স্ট্রোক হয়েছিল।


আরও পড়ুন

×