সারিকার নতুন সময়

এমদাদুল হক মিলটন
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২২ | ১২:০০ | আপডেট: ১৭ ফেব্রুয়ারি ২০২২ | ০০:২২
'মানুষকে এক জীবনে সুখ-দুঃখের নানা পথ পাড়ি দিতে হয়। জীবন একটাই- তা নিজের মতো করে যাপন করার অধিকার সবার আছে।' গুণীজনের এই কথা মেনে নিয়েই দ্বিতীয় জীবন শুরু করলেন ছোট পর্দার অভিনেত্রী ও মডেল সারিকা সাবরিন। সঙ্গে আছেন জীবনসঙ্গী আহমেদ রাহি। পেশায় টেক্সটাইল ইঞ্জিনিয়ার। পাশাপাশি দৃক ব্যান্ডের বেজ গিটারিস্ট, গীতিকবি ও সংগীত পরিচালক। গত ২ ফেব্রুয়ারি পারিবারিকভাবে হঠাৎ বিয়ে হলো এ অভিনেত্রীর। করোনার কারণে ছিল না কোনো জাঁকজমক আয়োজন। দুই পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন বিয়েতে। এর মাধ্যমেই তিনি শুরু করেছেন যৌথ জীবন। সারিকা বললেন, 'আমাদের বিয়ের দিনটা সুন্দর। ২-২-২২! দিনটি স্মরণীয়। এ বিশেষ দিনে আমাদের বিয়ে হয়েছে। আমার শ্বশুর নেই। শাশুড়ি, ননদ, ভাশুর আছেন বাসায়। শ্বশুরবাড়ির সবাই আমাকে খুব ভালোবাসেন। আমি সব সময় এমনই একটি পরিবার চেয়েছিলাম। সৃষ্টিকর্তা আমার সে ইচ্ছা পূরণ করেছেন। এখনও ধানমন্ডির বাবার বাসায় আছি। শিগগিরই পুরোপুরি সংসারী হবো।'
আহমেদ রাহীকে নিয়ে তিনি বলেন, 'রাহী একজন শিল্পী। যে জন্য সে আরেক শিল্পীকে সম্মান করতে জানে। অল্প দিনের চেনাজানায় মনে হয়েছে, আমাকে পুরোপুরি বুঝতে পারার মতো একজন মানুষ সে। আমার মেয়ে আয়ানাকে বেশ আদর করে। মা-মেয়ের সম্পর্ককে প্রাধান্য দেয়। এটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ। রাহীর গীতিকবিতা আমাকে মুগ্ধ করেছে। আমাকে নিয়ে গানও লিখেছে। এটি শোনার পর নিজের মধ্যে অন্যরকম ভালো লাগা কাজ করছে। আর আমার অভিনয় নিয়ে পরিবারের কারও আপত্তি নেই। বরং উৎসাহ পাচ্ছি বেশি। এ জন্য নিজেকে ভাগ্যবান মনে করছি। বিয়ের কিছুদিন পরই শুটিংয়ে অংশ নিয়েছি।'
অনেকের দোয়া-আশীর্বাদ নিয়ে যে জীবন শুরু করলেন, সেই জীবনের প্রত্যাশা কী? এ জবাবে সারিকা বলেন, একসঙ্গে পথ চলতে পারাটাই বড় কথা। একে অপরের সুখ-দুঃখ ভাগ করে জীবনের বাকিটা সময় পার করতে চাই। উভয়ের পরিবারের জন্য আমরা নিবেদিত থাকব। চাইব একে অপরের স্বপ্ন পূরণে পাশে থাকতে। আমরা তা পারব- এ বিশ্বাস নিয়েই সবার কাছে আশীর্বাদ চাই। বেশ কয়েক বছর ধরে অভিনয়ে একটু কম সময় দিয়েছেন সারিকা। ভালো গল্প ও চরিত্রে অভিনয়ের প্রস্তাব পেলে কাজ করছেন তিনি। গত ১৬ ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি উপলক্ষে নির্মিত তুহিন হোসেনের পরিচালনায় 'আপনারা দেখছেন' নামে একটি নাটকে অভিনয় করেছেন। অনলাইন মাধ্যমে সরব রয়েছেন এ অভিনেত্রী। সম্প্রতি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলের জন্য 'মায়ায় থেকো' নামে একটি নাটকে অভিনয় করেছেন। তার বিপরীতে ছিলেন মুশফিক আর ফারহান। পরিচালনা করেছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। এ নাটকের বাইরে বেশকিছু খণ্ড নাটক নিয়ে ব্যস্ত সময় পার করছেন তিনি। সারিকা বলেন, 'কয়েকটি নতুন নাটকের স্ট্ক্রিপ্ট হাতে রয়েছে। পড়ে ভালো লাগলে নাটকগুলো পাকাপাকি করব।' নাটক, টেলিছবিতে অভিনয়ের পাশাপাশি উপস্থাপনাও করছেন সারিকা। বাংলা ভিশনে প্রচার হচ্ছে তার উপস্থাপনায় 'আমার আমি'। এ প্রসঙ্গে তিনি বলেন, 'আমার আমি' উপস্থাপনা বেশ উপভোগ করছি। কয়েকটি পর্ব উপস্থাপনার পর আত্মবিশ্বাস তৈরি হয়। প্রচারে আসার পর দর্শকের কাছ থেকে দারুণ সাড়া পাচ্ছি।'