ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

গোয়ায় সমুদ্রপাড়ের ছবি দিয়ে ঝড় তুললেন নুসরাত

গোয়ায় সমুদ্রপাড়ের ছবি দিয়ে ঝড় তুললেন নুসরাত

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ০৭:৩৩ | আপডেট: ২৩ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:৫১

কলকাতার নুসরাত জাহান মানেই যেনো আলোচনার নতুন মাত্রা। অভিনয়ের চেয়ে ব্যক্তিগত বিষয় নিয়েই এখন খবরের শিরোনাম তিনি। বুধবার বিকিনি পরা ছবি শেয়ার করলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে ভক্তদের মধ্যে চলছে জোর আলোচনা। 

ছবিতে হলুদ টু পিসে দেখা গেল নুসরাতকে। গায়ে নেটের জ্যাকেট। সমুদ্রে পাড়ে রোদ পোহাতে ব্যস্ত সুন্দরী। ঠোঁটের লাল লিপস্টিক যেন আরো লাস্যময়ী করে তুলেছে অভিনেত্রীকে। চোখে সাদা ফ্রেমের সানগ্লাস।

ছবিটি এখন শেয়ার করলেও আসলে এটি টাটকা ছবি নয়। কিছুদিন আগে গোয়ায় অবকাশ কাটাতে গিয়েছিলেন অভিনেত্রী। সেই ছবিই পোস্ট করেছেন তিনি। ক্যাপশনে লিখেছেন, 'আমাকে সমুদ্রে ফিরিয়ে নিয়ে চলো!'

চলতি বছরের শুরুর দিকে গোয়া যান নুসরাত ও তার স্বামী যশ। তখন নিউ ইয়ার সেলিব্রেশনের একাধিক ছবি পোস্ট করেছিলেন তারা। তবে বিকিনি পরা এই ছবিটি আগে প্রকাশ্যে আনেননি।

গত বছর জুলাইয়ে মা হয়েছেন অভিনেত্রী নুসরাত। 

২০২১ সাল বিতর্কের মধ্যে দিয়ে শুরু হলেও এখন একের পর এক সুখবর দিচ্ছেন নুসরাত। এনেছেন নিজের রেডিও শো ‘ইশক উইথ নুসরাত’। দুটি ছবির কাজ তার হাতে। ছেলে আর ক্যারিয়ার একসঙ্গে সামলাচ্ছেন তিনি। সঙ্গে লোকসভার সদস্য হিসেবে নিজের দায়িত্বও। সূত্র: দ্য হিন্দু


আরও পড়ুন

×