শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২: গেল দুই বছরে সর্বাধিক সেল

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:৫০ | আপডেট: ২৫ ফেব্রুয়ারি ২০২২ | ০৮:৫৮
দীর্ঘ ৩ মাস বন্ধ থাকার পর রংপুর শহরে অবস্থিত সিনেমা হল 'শাপলা টকিজ' খুলেছে আজ। বাপ্পি চৌধুরী অভিনীত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' দিয়ে চালু হয়েছে হলটি। চালু হওয়ার প্রথম দিনের ম্যাটিনি এবং ইভিনিংয়ের শো'তে হাউজফুল হয়েছে বলে জানিয়েছেন বুকিং এজেন্ট কামাল হোসেন। তিনি বলেন বিগত দুই বছরে এই হলে রেকর্ড সেল হয়েছে আজ।
কামাল হোসেন বলেন, 'করোনার কারণে দীর্ঘদিন বন্ধ থাকার পর আজ 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' দিয়ে শাপলা টকিজ খুলেছে। প্রথম দিনেই দর্শকদের উপচেপড়া ভিড় চোখে পড়ল। অধিকাংশই ছিলো নারী দর্শক। ম্যাটিনি এবং ইভিনিংয়ে শো' হাউজফুল হয়েছে। তবে ম্যাটিনিতে ডিসিসিতে হাউজফুল থাকলেও নীচে একটু কম। তবে সব মিলিয়ে প্রথম দিনের সেলে আমরা খুবই খুশি। বিগত দুই বছরে এমন সেল আমরা পাইনি।
ছবিটির পরিচালক দেবাশীষ বিশ্বাস ও অপু বিশ্বাস রংপুরে আজ উপস্থিত ছিলেন। দুই শো' হাউজফুল যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালকও। সমকালকে দেবাশীষ বিশ্বাস বলেন, তৃতীয় সপ্তাহে এসে আজ সিনেমাটি এমন দর্শক পাবে ভাবতে পারিনি। হল এমন দর্শক দেখে বুকটা ভড়ে গেছে। হল কর্তৃপক্ষও বলছে তাদের আনন্দের কথা।'
দেবাশীষ বিশ্বাস পরিচালিত 'শ্বশুরবাড়ি জিন্দাবাদ ২' গত ১১ ফেব্রুয়ারি মুক্তি পায়। সিনেমাটিতে বাপ্পী চৌধুরীর বিপরীতে অভিনয় করেছেন অপু বিশ্বাস। তৃতীয় সপ্তাহে এসে ছবিটি ১৫টি সিনেমা হলে চলছে বলে জানিয়েছে ছবিটির প্রযোজনা সংস্থা বেঙ্গল মাল্টিমিডিয়া।
রোমান্টিক ও কমেডি ঘরানার সিনেমাটিতে আরও অভিনয় করেছেন সাদেক বাচ্চু, আফজাল শরীফ, কাবিলা, চিকন আলী।সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন কুমার শানু, ইমরান, লিজা।