ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ইশাকে একা দেখা করতে বলেছিলেন নায়ক

ইশাকে একা দেখা করতে বলেছিলেন নায়ক

ইশা কোপ্পিকার

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৮ ফেব্রুয়ারি ২০২২ | ২৩:০২ | আপডেট: ০১ মার্চ ২০২২ | ০৩:৫৩

অনেকদিন নীরব থাকার পর এবার বলিউডের কাস্টিং কাউচ নিয়ে মুখ খুললেন অভিনেত্রী ইশা কোপ্পিকার। জানালেন, অনেক অভিনেত্রীর মতো তাকেও কাস্টিং কাউচের কবলে পড়তে হয়েছিল। তবে নিজেকে সংযত রেখে ভুল পথে পা বাড়াননি তিনি।

এ নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে ইশা বলেছেন, ‌‘‘২০০০ সালের মাঝামাঝি সময়ে একজন প্রযোজক আমাকে বলেন, অভিনয় করতে গেলে আমায় নায়কের 'গুড বুক'-এ থাকতে হবে। আমি তখন বুঝতে পারিনি তিনি ঠিক কী বোঝাতে চাইছেন। পরে সেই নায়কের সঙ্গে কথা বললে তিনি জানান, তার সঙ্গে একা দেখা করতে হবে। এই একা দেখা করার বিষয়টি কী- তা খোলাখুলি বললেও আশা করি সবাই বুঝতে পারছেন। কিন্তু আমি সেই নায়ক ও ছবির প্রযোজকের এই প্রস্তাব নাকচ করে দিয়েছিলাম। যেজন্য আমাকে ছবি থেকে বাদ দেওয়া হয়।’

তিনি বলেন, ‘এর পরও বিভিন্ন সময় কাস্টিং কাউচের বিষয়টি চোখে পড়েছে। কিন্তু আমি ভুলেও সেই ফাঁদে পা দেইনি। এমনকি আমার কাউকে পছন্দ হলে তবেই আমি তার সঙ্গে কথা বলা ও যোগাযোগ রক্ষা করার চেষ্টা করেছি।’

ইশা আরও বলেন, ‘কেউ আমার সঙ্গে চালাকি করলে, আমি তার মধ্যে নেই- সেটি স্পষ্টভাবে বুঝিয়ে দিয়েছি। কিন্তু অনেককেই দেখেছি, এই বিষয়টি এত সহজে এড়াতে পারেন না। যেজন্য বিপত্তিকর পরিস্থিতির শিকার হতে হয়। তাই সবাইকে বলব, বড় তারকার স্বপ্নপূরণ করতে চাইলে অন্যায়কে প্রশ্রয় দিয়ে নয়, আত্মবিশ্বাস নিয়ে কাজ করে যেতে। তাহলেই কাস্টিং কাউচ শব্দটি আর কাউকে শুনতে হবে না।’

আরও পড়ুন

×