ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

সালমানের জন্মদিনে মুক্তি পাবে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’

সালমানের জন্মদিনে মুক্তি পাবে ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২২ | ০৬:৪৫ | আপডেট: ০৩ মার্চ ২০২২ | ০৮:৪৪

বলিউড 'ভাইজান' সালমান খান এই মুহূর্তে ব্যস্ত ক্যাটরিনা কাইফের সঙ্গে তার 'টাইগার-৩' ছবির শুটিং নিয়ে। এরইমধ্যে সালমান ভক্তদের জন্য এলো সুখবর। কয়েক সপ্তাহের মধ্যে তিনি 'কাভি ঈদ কাভি দিওয়ালি' এর শুটিং শুরু করবেন। আরও বড় খবর হচ্ছে, শুটিং শুরুর আগেই ছবিটির মুক্তির তারিখ জানানো হয়েছে। 

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালার বরাতে ছবির মুক্তির তারিখ জানিয়েছে বলিউড হাঙ্গামা। আগামী ৩০ ডিসেম্বর মুক্তি পাবে এই ছবি।

ছবিতে ৫৬ বছর বয়সী সালমান খানের নায়িকা ৩১ বছর বয়সী পূজা হেগড়ে। এই ছবির মাধ্যমে প্রথম সালমানের বিপরীতে অভিনয় করছেন পূজা। ছবিটি পরিচালনা করছেন ফারহাদ সমজি।

প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা ও সালমান খানের যৌথ প্রযোজনা এটি। এ জুটির সপ্তম ছবি এটি। এর আগে 'জিৎ', 'জুডওয়া', 'হার দিল জো পেয়ার কারেগা', 'মুঝসে শাদি কারেগা', 'জান-এ মান' এবং 'কিক' প্রযোজনা করেন তারা। 

ছবিতে জহির ইকবাল ও আসিম রিয়াজ সালমান খানের ভাইয়ের চরিত্রে অভিনয় করবেন। 

আরও পড়ুন

×