ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

'কাজলরেখা'য় খল চরিত্রে মিথিলা

'কাজলরেখা'য় খল চরিত্রে মিথিলা

আনন্দ প্রতিদিন প্রতিবেদক

প্রকাশ: ০৩ মার্চ ২০২২ | ১২:০০ | আপডেট: ০৪ মার্চ ২০২২ | ০০:৩২

নন্দিত নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের পরিচালনায় বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন মিথিলা। এ নির্মাতার 'কাজলরেখা' ছবিতে তাকে দেখা যাবে। এতে প্রথমবারের মতো খল চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন মিথিলা।

চারশ বছরের পুরোনো প্রচলিত কাহিনি নিয়ে নির্মিত এ ছবির কঙ্কন দাসীর চরিত্রটি তিনি পর্দায় তুলে ধরবেন। এ নিয়ে মিথিলা বলেন, 'কঙ্কন দাসী একটি শত্তিশালী চরিত্র। সে বুদ্ধিমতী এবং উচ্চাকাঙ্ক্ষী। এমন একটি চরিত্র পর্দায় তুলে ধরা বেশ চ্যালেঞ্জিং। তারপরও কাজটি করতে চাই। কারণ, এর আগে এমন নেতিবাচক চরিত্রে অভিনয় করা হয়নি। এটা আমার ক্যারিয়ারের জন্য নতুন এক অভিজ্ঞতা হবে। আর ভালো লাগার আরেকটি বিষয় হলো, এই প্রথম গিয়াস উদ্দিন সেলিমের কোনো ছবিতে অভিনয় করছি। তার মতো গুণী নির্মাতার সঙ্গে কাজ করতে পারা যে কারও জন্যই আনন্দের। আশা করছি, তার নির্দেশনায় ভালো কিছু করে দেখাতে পারব।'

এ ছবিতে আরও অভিনয় করছেন মন্দিরা, আজাদ আবুল কালাম, ইরেশ যাকের, খায়রুল বাশার, সাহানা সুমী প্রমুখ।

আরও পড়ুন

×