চাকরি বাজার
কভিড-পরবর্তী বিশ্বচিত্র

সমতা ডেস্ক
প্রকাশ: ১২ মার্চ ২০২২ | ১২:০০ | আপডেট: ১২ মার্চ ২০২২ | ২৩:৪৩
করোনা মহামারি আমাদের নতুন এক পরিস্থিতির মুখোমুখি করেছে। স্বাস্থ্য বিপর্যয়ের পাশাপাশি অর্থনৈতিক মন্দার মুখে পড়েছে বিশ্বের প্রতিটি অঞ্চলের মানুষ। কর্মক্ষেত্রেও এর নেতিবাচক প্রভাব দেখা গেছে। কর্মজীবী নারীদের ক্ষেত্রে যার মাত্রা অনেকটা ভয়াবহই বলা চলে। হার্ভার্ড বিজনেস রিভিউর এক তথ্য মতে, করোনা মহামারিতে বিশ্বজুড়ে ৫৪ মিলিয়ন তথা পাঁচ কোটি ৪০ লাখেরও বেশি নারী তাদের কাজ হারিয়েছেন। এর মধ্যে ৯০ শতাংশ নারী বাধ্য হয়েছেন নিজ কর্মস্থল ত্যাগ করতে। যার ফলে বর্তমানে বিশ্বে কর্মজীবী নারীর হার ৪৭ শতাংশের নিচে নেমে এসেছে। এই নারীদের অধিকাংশই এখনও নতুন কোনো কাজের সঙ্গে সম্পৃক্ত হতে পারেননি।
ইন্টারন্যাশনাল লেবার অরগানাইজেশনের (আইএলও) তথ্য মতে, করোনা মহামারিতে ২০১৯ ও ২০২০ সালের মধ্যবর্তী সময়ে বিশ্বজুড়ে নারীর কাজের হার কমেছে ৪ দশমিক ২ শতাংশ। সে তুলনায় পুরুষের কাজের হার কমেছে ৩ শতাংশ। অঞ্চলভেদে নারীর কাজ হারানোর এই চিত্র ভয়াবহ আকার ধারণ করেছে আমেরিকায়। এ অঞ্চলে নারীর কাজ হারানোর হার ৯ দশমিক ৪ শতাংশ। দ্বিতীয় স্থানে রয়েছে আরব রাষ্ট্রগুলো। এখানে নারীরা কাজ হারিয়েছেন ৪ দশমিক ১ শতাংশ। এশিয়া প্যাসিফিক অঞ্চলে নারীর কর্মসংস্থান সংকুচিত হওয়ার হার ৩ দশমিক ৮ শতাংশ। ইউরোপ এবং মধ্য এশিয়াতে যার হার যথাক্রমে ২ দশমিক ৫ ও ১ দশমিক ৯ শতাংশ। বিশ্ব পরিস্থিতির মতো বাংলাদেশেও নারীদের কাজ হারানোর হার আশঙ্কাজনক অবস্থায় পৌঁছেছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার ও ব্র্যাক ইনস্টিটিউট অব গভর্ন্যান্স অ্যান্ড ডেভেলপমেন্টের জরিপে দেখা গেছে, করোনা মহামারির প্রথম দুই বছর অর্থাৎ ২০২০ সালের জুন মাস পর্যন্ত ৩২ শতাংশ নারী কাজ হারিয়েছেন। ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে যা নেমে এসেছিল ৩১ শতাংশে। বিশ্বের অর্থনৈতিক ও নারীবাদী সংগঠনগুলোর ধারণা, করোনা মহামারির কারণে কর্মক্ষেত্রে নারীদের বর্তমান অবস্থা সমতার বিশ্ব গড়ার যে লক্ষ্যমাত্রা নির্ধারিত হয়েছে, তাতে নেতিবাচক প্রভাব পড়বে আগামী দিনগুলোয়। া
- বিষয় :
- চাকরি বাজার
- অর্থনৈতিক মন্দা
- আইএলও
- কর্মজীবী নারী