স্বাস্থ্যকর গ্রিন টি

গ্রীন টি। ছবি - সংগৃহীত
ডা. তারিক হাসান
প্রকাশ: ০১ এপ্রিল ২০২২ | ১২:০০ | আপডেট: ০২ এপ্রিল ২০২২ | ০০:১৮
ক্যান্সারের চিকিৎসায় অতি গুরুত্বপূর্ণ ওষুধ সিসপ্লাটিন। বিশেষ করে ডিম্ব্বাশয়, শুক্রাশয়, মূত্রনালি ও ফুসফুসের ক্যান্সারের চিকিৎসায় সিসপ্লাটিনযোগে ভালো ফল পাওয়া যায়। সিসপ্লাটিনে রয়েছে দামি প্লাটিনাম। এই প্লাটিনাম শরীরে ক্যান্সারের চিকিৎসার পাশাপাশি শতকরা ৩০ ভাগ রোগীর কিডনির ক্ষতি করে থাকে। এ ছাড়া সিসপ্লাটিন প্রক্রিয়ায় ডায়রিয়া, ত্বকে র্যাশসহ মারাত্মক অ্যালার্জিক প্রতিক্রিয়াসহ এনাফাইলেকটয়েড রিঅ্যাকশন হতে পারে। এ জন্য ক্যান্সার বিশেষজ্ঞরা সিসপ্লাটিন চিকিৎসা নিয়ে বেশ চিন্তিত থাকেন। তবে বিশেষজ্ঞদের কপালের সেই দুশ্চিন্তার ভাঁজ এবার বুঝি মুছে যাবে নতুন গবেষণার উপাত্ত থেকে। বিজ্ঞানীরা গবেষণা করে দেখতে পেয়েছেন, গ্রিন টির ইসিজি নামক এক ধরনের ফসফোফেনল যৌগ সিসপ্লাটিন থেকে নির্গত অ্যান্টিঅক্সিডেন্টসহ ক্ষতিকর পদার্থগুলো কিডনির সমূহ ক্ষতি থেকে রক্ষা করে।
- বিষয় :
- গ্রীন টি
- অ্যান্টিঅক্সিডেন্ট
- চায়ের উপকারিতা