ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

শুভ জন্মদিন মাইক্রোসফট

শুভ জন্মদিন মাইক্রোসফট

মাইক্রোসফট ভবন, যুক্তরাষ্ট্র

টেকলাইফ ডেস্ক

প্রকাশ: ০৩ এপ্রিল ২০২২ | ১২:০০ | আপডেট: ০৩ এপ্রিল ২০২২ | ২২:০৭

- মাইক্রোসফট করপোরেশন একটি বহুজাতিক আমেরিকান প্রযুক্তি কোম্পানি, যার সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনের রেডমন্ডে অবস্থিত।
- ১৯৭৫ সালের ৪ এপ্রিল দুই বন্ধু বিল গেটস ও পল অ্যালেন মিলে মাইক্রোসফট প্রতিষ্ঠা করেন। তবে শুরুতে তারা ট্রাফ-ও-ডাটা নামে কোম্পানি চালু করেন।
- মাইক্রোসফট নামটি নেওয়া হয় মাইক্রোকম্পিউটার ও সফটওয়্যার থেকে।
- মাইক্রোসফট সফটওয়্যার, ইলেকট্রনিক, কম্পিউটার ও এর আনুষঙ্গিক বিভিন্ন সেবা উন্নয়ন, উৎপাদন ও বিক্রি করে থাকে। কোম্পানিটির সবচেয়ে বেশি ব্যবহূত সফটওয়্যার পণ্য উইন্ডোজ অপারেটিং সিস্টেম।
- ১৯৮০-এর দশকের মাঝামাঝিতে মাইক্রোসফট তাদের এমএস-ডস দিয়ে অপারেটিং সিস্টেম বাজারে বিশেষ জায়গা করে নিতে শুরু করে।
- ২০১৬ সালে মাইক্রোসফট ২৬.২ বিলিয়ন ডলারে লিঙ্কডইন অধিগ্রহণ করে। এটিই মাইক্রোসফটের সবচেয়ে বড় অধিগ্রহণ। এ ছাড়া ২০১১ সালে কোম্পানিটি ৮.৫ বিলিয়ন ডলারে স্কাইপে অধিগ্রহণ করে।
- ২০১৯ সালে অ্যাপল ও অ্যামাজনের পর তৃতীয় ট্রিলিয়ন ডলারের কোম্পানির স্বীকৃতি পায় মাইক্রোসফট।
-বর্তমান চেয়ারম্যান ও প্রধান নির্বাহী ভারতীয় বংশোদ্ভূত সত্য নাদেলা। কারিগরি উপদেষ্টা বিল গেটস।
-মাইক্রোসফটের সর্বশেষ মূল্য ২.৩৬১ ট্রিলিয়ন ডলার।

আরও পড়ুন

×