সংগীত মূর্ছনায়

আল নাহিয়ান
প্রকাশ: ০৬ জুলাই ২০২২ | ১২:০০ | আপডেট: ০৬ জুলাই ২০২২ | ২১:৩৭
ঈদে তারকার পাশাপাশি তরুণ শিল্পী, সুরকার, সংগীতায়োজকরা নানা ধরনের গানের আয়োজন করেছেন। শ্রোতাদের মাঝে উৎসব-আনন্দ ছড়িয়ে দিতে প্রকাশ পেতে যাওয়া ঈদের সেসব গানের খবরাখবর নিয়ে এ আয়োজন...
প্রিয় শিল্পীর গানের সঙ্গে ঈদের আনন্দে মেতে উঠবেন- সেই আকাঙ্ক্ষা নিয়ে শ্রোতারা প্রতীক্ষার প্রহর গুনে যান। সে কারণে তারকা থেকে শুরু করে তরুণ শিল্পী, গীতিকার, সুরকার, সংগীতায়োজকদের পাশাপাশি অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠানগুলো ঈদে নানা ধরনের গান ও ভিডিও প্রকাশ করে যান। সেই ধারাবাহিকতায় এবার ঈদে সংগীতা, সাউন্ডটেক, জি-সিরিজ, লেজার ভিশন, সিএমভি, গানচিল, ধ্রুব মিউজিক স্টেশন, অনুপম মিউজিক, সিডি চয়েস, ঈগল মিউজিক, সুরঞ্জলি, মাই সাউন্ড, আরটিভি মিউজিক, বাংলা ঢোল, আর্ব মিউজিক থেকে শুরু করে প্রায় প্রতিটি অডিও-ভিডিও প্রযোজনা প্রতিষ্ঠান প্রকাশ করতে যাচ্ছে ভিন্ন ভিন্ন ধাঁচের গান ও ভিডিও।
এর বাইরেও বেশ কয়েকজন শিল্পী ও সুরকার তাঁদের নিজস্ব ইউটিউব চ্যানেলে প্রকাশ করছেন ঈদের গান। যদিও গত ঈদের তুলনায় এবার গান প্রকাশের সংখ্যা কিছুটা কম, তবে তা সব শ্রেণির শ্রোতার প্রত্যাশা পূরণ করবে বলেই প্রকাশকরা আশা করছেন। এবার এক নজরে দেখে নেওয়া যাক ঈদের উল্লেখযোগ্য আয়োজন। ২১ বছর পর নন্দিত সুরকার প্রিয় মাহমুদের সুরে 'সাতে পাঁচে' শিরোনামের একটি গান করেছেন ব্যান্ড তারকা মাকসুদ; যা প্রকাশ পাচ্ছে জি-সিরিজ থেকে। একই প্রযোজনা প্রতিষ্ঠান থেকে আরও প্রকাশ পাচ্ছে আগুন ও শিমলার দ্বৈত গান 'কবে তুমি আসবে', তরুণ শিল্পী সালেহ বিশ্বাসের 'দত্তক'সহ আর কিছু গান ও ভিডিও। রঙ্গন মিউজিক থেকে তারকা শিল্পী ইমরান মাহমুদুল প্রকাশ করছেন তাঁর নতুন একক গান 'ঘুম ঘুম চোখে'। পাশাপাশি সাউন্ডটেক প্রকাশ করছে ইমরান ও টিনা রাসেলের গাওয়া 'ইচ্ছে হলেই দিও' শিরোনামের দ্বৈত গান। সাউন্ডটেক আরও প্রকাশ করছে নন্দিত শিল্পী ডলি সায়ন্তনীর গাওয়া ফোক গান 'আগে কি সুন্দর দিন কাটাইতাম', মমতাজের 'বড় ভাব লাগাইয়া গেলা'সহ আরও বেশ কিছু গান।
অন্যদিকে বেশ কিছুদিনের বিরতির পর শিল্পী আঁখি আলমগীর প্রকাশ করছেন নতুন একক গান 'পিয়া গিয়েছে দুবাই'। এটি প্রকাশ পাচ্ছে ধ্রুব মিউজিক স্টেশন থেকে। একই প্রকাশনা প্রতিষ্ঠানের ঈদ আয়োজনে আরও থাকছে মিলন মাহমুদের একক 'মনের মানুষ', লুৎফর হাসান ও আফরোজ রূপার দ্বৈত গান 'যদি বৃষ্টি নামে'সহ আরও বেশ কিছু গানের অডিও-ভিডিও। শিল্পী আসিফ আকবর ধারবাহিকভাবে নানা আয়োজন করে যাচ্ছেন। নিজের প্রযোজনা-প্রকাশনা প্রতিষ্ঠান আর্ব মিউজিক ছাড়াও একাধিক প্রতিষ্ঠান থেকে প্রকাশ পাচ্ছে তাঁর বেশ কিছু গান।
খ্যাতিমান শিল্পী, গীতিকবি ও সুরকার কবীর সুমনের সুরে লিজার সঙ্গে গাওয়া তাঁর দ্বৈত গান 'ফেরা না হারানো দিনগুলো'র ভিডিও প্রকাশ পাচ্ছে এবার ঈদে। শিল্পী হাবিব ওয়াহিদ ধারাবাহিকভাবে নিজস্ব এইচডব্লিউ চ্যানেলে তাঁর একক গানের পাশাপাশি প্রকাশ করে যাচ্ছেন তরুণ শিল্পীদের একক ও দ্বৈত গান। এই ঈদে থাকছে তাঁর নতুন আয়োজন। শিল্পী ও সুরকার হৃদয় খান এরই মধ্যে তাঁর চ্যানেলে প্রকাশ করেছেন সুজন আরিফের নতুন গান 'শোনো এই কথা'। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন হৃদয় খান। শিল্পী ও সুরকার আরফিন রুমির তিনটি একক গান 'প্রেমের হরফে', 'সাত জনমের ভালোবাসা' ও 'খুব আদরে' প্রকাশ পাচ্ছে সিডি চয়েস থেকে। এরই মধ্যে শিল্পী মাহতিম সাকিবের নতুন একক গান 'তোমার আমার স্বপ্নগুলো'র ভিডিও প্রকাশ করেছে গানচিল মিউজিক।
ঈদের এই প্রকাশনা প্রতিষ্ঠান থেকে আরও বেশ কিছু নতুন গান ও ভিডিও প্রকাশ পাচ্ছে বলে জানিয়েছেন এর কর্মকর্তারা। সুরকার ও সংগীত পরিচালক শওকাত তাঁর নিজস্ব চ্যানেলে প্রকাশ করতে যাচ্ছেন সারেগামাপা তারকা নোবেলের নতুন একক গান। ব্যান্ড অ্যাশেজ প্রকাশ করছে তাদের নতুন গান 'বুড়িগঙ্গা'। পাশাপাশি আরও বেশ কয়েকজন কণ্ঠশিল্পী ও ব্যান্ডের নতুন গান প্রকাশ পাবে বলে প্রযোজকরা জানিয়েছেন। ঈদের আনন্দ শ্রোতাদের মাঝে ছড়িয়ে দিতে তাঁদের এই প্রয়াস। সব মিলিয়ে ঈদ আনন্দ সুরেলা হয়ে উঠবে বলে আশা করছেন সবাই।
- বিষয় :
- কণ্ঠশিল্পী
- গীতিকার