ফ্যাশন
ভ্রমণে যেমন টুপি

মডেলঃ আলো
শাহিনা নদী
প্রকাশ: ১৬ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ১৬ আগস্ট ২০২২ | ২২:৩৩
কক্সবাজার সমুদ্রসৈকতে প্রিয়জনের হাত ধরে হাঁটছেন কিংবা বন্ধুদের সঙ্গে দাপাদাপি, ফটোসেশনে মত্ত হয়ে গেলেন অথবা সৈকতে ঘোড়ার গাড়িতে উঠলেন- যা-ই করেন না কেন, এমন আনন্দঘন সময়ে নিজেকে রাখা চাই ফ্যাশনেবল ও স্মার্ট। এ সময় স্কার্ট, কুর্তি, শার্ট-প্যান্টের সঙ্গে পরে নিতে পারেন টুপি। এতে কড়া রোদের হাত থেকে রক্ষা পাবে আপনার ত্বক। সেই সঙ্গে আপনি পাবেন স্টাইলিশ লুক। বিভিন্ন ধরনের টুপি আছে। আরাম ও স্বাচ্ছন্দ্য অনুযায়ী যে কোনো একটি বেছে নিতে পারেন।
ডার্বি টুপি
ভ্রমণের জন্য কিংবা ভ্রমণে গিয়ে কড়া রোদের হাত থেকে বাঁচার জন্য ডার্বি টুপি বেছে নিতে পারেন। ছোট-বড় সবার সঙ্গে মানিয়ে যাবে এটি। এই টুপি হর্স রেস হ্যাট বা কেন্টাকি ডার্বি টুপি নামেও পরিচিত। ৬-১০ ইঞ্চি আকারের এ টুপি বিভিন্ন রঙের হয়ে থাকে। গাউন, কুর্তি, ডোরাকাটা ট্রাউজার, ডোরাকাটা ক্রপ টপের সঙ্গে এটি বেশ মানাবে। এই গরমে পাহাড়, সমুদ্র কিংবা হাওর যেখানেই বেড়াতে যান না কেন, সঙ্গে একটি ডার্বি টুপি রাখতে পারেন।
বাকেট বা বালতি টুপি
যাঁরা ফ্যাশন নিয়ে খুব সচেতন কিংবা ভ্রমণে গেলে টুপি পরতে পছন্দ করেন, তাঁদের কাছে বাকেট বা বালতি টুপি খুব পরিচিত। পুরুষ এ ধরনের টুপি বেশি পছন্দ করেন। কাপড়ের তৈরি এ টুপিগুলো সহজে বহনযোগ্য। ব্যাকপ্যাকে অল্প একটু জায়গা হলেই এ টুপি নেওয়া যায়। শার্ট-প্যান্ট, টি-শার্ট, ট্রাউজারের সঙ্গে মানিয়ে যাবে এ ধরনের টুপি।
বেসবল ক্যাপ
এ ক্যাপগুলো অধিকাংশ ছেলেই বেছে নেন। বিশেষ করে যাঁদের মাথায় অল্প বয়সে টাক পড়ে যাচ্ছে, তাঁদের কাছে এ ধরনের টুপি গ্রহণযোগ্য। বেসবল ক্যাপ যে কোনো ধরনের টি-শার্ট, শার্টের সঙ্গে মানিয়ে যায়। এ ধরনের টুপির সামনের বর্ধিত অংশ রোদের হাত থেকে মুখকে রক্ষা করে। বেড়াতে গেলেও সঙ্গে নিতে পারেন সুতি, লিনেন বা অন্য কোনো উপাদানে তৈরি ক্যাপ। পুরুষের পাশাপাশি নারীও টি-শার্ট, জিন্সের সঙ্গে এ ধরনের ক্যাপ পরতে পারেন। গ্যাবাডিং বা ডেনিমের প্যান্টের সঙ্গে রং মিলিয়ে ডেনিমের বেসবল ক্যাপও বেছে নিতে পারেন।
ফেডোরা ও পানামা টুপি
এ ধরনের টুপি বেশিরভাগ পোশাকের সঙ্গেই ব্যবহার করা যায়। সিঙ্গেল কামিজ, গাউন, স্কার্ট, ক্রপ টপ ইত্যাদির সঙ্গে বেছে নিতে পারেন ফেডোরা কিংবা পানামা টুপি। এ ধরনের টুপিগুলো বেশ আরামদায়ক। ওজনে হালকাও। পুরুষ ও নারী সবাই এ ধরনের টুপি পরতে পারেন। পুরুষ শর্টস, শার্ট ও টি-শার্টের সঙ্গে এটি অনায়াসে পরতে পারবেন।
কোথায় পাবেন
কক্সবাজারে বেড়াতে গেলে সমুদ্রসৈকতের পাশের দোকানগুলোতে পেয়ে যাবেন বিভিন্ন ধরনের টুপি। এ ধরনের টুপির দাম সাধ্যের মধ্যেই হয়ে থাকে।
কেমন রঙের টুপি
গ্রীষ্ফ্মকালে টুপি কিনলে হালকা রঙের টুপি কিনতে পারেন। ধূসর, অফ হোয়াইট, হালকা বাদামি- এসব রঙের টুপি রঙিন পোশাকের সঙ্গে ভালো লাগবে। বেসবল ক্যাপ কিনলে নেভি ব্লু রঙের বেসবল ক্যাপ কিনতে পারেন। গাউন, স্কার্ট ইত্যাদির সঙ্গে মিলিয়ে বিভিন্ন রঙিন টুপিও কিনতে পারেন। অভিরুচি অনুযায়ী বিভিন্ন ধরনের ছাপা নকশা, পলকা ডট ও ফুলেল নকশার টুপিও কিনতে পারেন।