নানা রঙের দিনগুলি

পারসা ইভানা, ছবি ::ফয়সাল সিদ্দিক কাব্য
সাদিয়া মুনমুন
প্রকাশ: ১৭ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ১৭ আগস্ট ২০২২ | ২৩:৩০
'অভিনয় জগতে পা রাখব- এই ভাবনা আদৌ ছিল না। হঠাৎ করে সুযোগ পাওয়া, শখের বশে একটি- দুটি নাটকে কাজ করতে গিয়ে এ জগতে চলে আসা। শুরুতে যেটা শখ ছিল, সেই অভিনয়ের প্রতি কখন যে ভালোবাসা জন্মে গেছে, বুঝতে পারিনি। এখন তো অভিনয় ছাড়া আর কিছু ভাবতে পারি না। হয়তো এভাবে একেকজনের ভবিষ্যতের পথ তৈরি হয়। অজান্তে চলে যায় এক পথ থেকে আরেক পথে। আমার ক্ষেত্রে সেটাই হয়েছে।' নৃত্যশিল্পী থেকে অভিনেত্রী হয়ে ওঠা নিয়ে এক নিঃশ্বাসে কথাগুলো বলে গেলেন পারসা ইভানা। অবাক করার বিষয় হলো, যে অঙ্গনে কাজ করে জনপ্রিয়তা আর পরিচিতির জন্য অনেকে বছরের পর বছর কাজ করে যাচ্ছেন, সেখানে ইভানাকে খুব একটা চড়াই-উতরাই পেরোতে হয়নি। স্বল্প সময়ে দর্শকের মনোযোগ কাড়তে পেরেছেন এই তরুণ তুর্কি।
শুধু তাই নয়, অভিনীত চরিত্রের সুবাদে এখন তিনি দর্শকের কাছে 'শাবনূর', 'ফারিয়া', 'ইভা' নামে বেশি পরিচিত। 'গুডবাজ', 'ব্যাডবাজ', 'ব্যাচেলর পয়েন্ট', 'ব্যাচেলর রমজান', 'দই', 'ব্যাচেলর কোরবানি' নাটকের এই চরিত্রগুলো তাঁকে দর্শকের কাছে নতুনভাবে পরিচয় করিয়ে দিয়েছে। কেমন লাগে দর্শক যখন আসল নামের বদলে চরিত্রের নাম ধরে ডাকে? এ প্রশ্ন করতে পারসা ইভানা হেসে বলেন, 'দর্শক অভিনীত চরিত্রের মধ্য দিয়ে আমাকে চিনে নিয়েছেন- এর চেয়ে ভালো লাগার বিষয় আর কিছু হতে পারে না। আমরা যারা অভিনয়ের সঙ্গে যুক্ত তাদের সবারই চাওয়া থাকে চরিত্র যেন দর্শকের কাছে বিশ্বাসযোগ্য হয়ে ওঠে।
তাই যখন কেউ চরিত্রের নাম ধরে ডাকেন- তখন অন্যরকম এক ভালো লাগায় মন ভরে যায়।' ইভানার এই কথায় এটা স্পষ্ট যে, ক্যামেরার সামনে দাঁড়িয়ে তিনি সেই কাজটি করেন, যাতে তাঁর অভিনীত চরিত্র দর্শকের কাছে বাস্তব বলে মনে হয়। চরিত্রে দর্শক যেন চেনাজানা মানুষের ছায়া খুঁজে পান, সেজন্য ভিন্নরূপে নিজেকে তুলে ধরেন। এই কথার প্রমাণ মেলে তাঁর অভিনীত 'চড়ূই পাখির বাসা', 'মাল্টিপ্লাগ', 'যুক্তবর্ণ', 'দুই দিন দুই রাত', 'তুমি আছো তাই', 'ঘর থেকে পালিয়ে', 'ফানিম্যান', 'ইটস লাভ', 'ইচ্ছেঘুড়ি', 'এই শহরের পাখিগুলো একা', 'টিউনিং লাভার', 'সেপারেশন'সহ অন্যান্য নাটক-টেলিছবি থেকে।
পেছনে ফিরে তাকালে দেখা যায়, রিয়েলিটি শো 'চ্যানেল আই সেরা নাচিয়ে ২০১৪'-এর চ্যাম্পিয়ন হওয়ার পরই দর্শকের নজরে আসেন পারসা ইভানা, যার সুবাদে অভিনয়ের সুযোগ পান তিনি। প্রায় চার বছর শখের বশে অভিনয় করে গেছেন। কিন্তু ২০১৮ সালে এসে অভিনয়ে পুরোপুরি মনোনিবেশ করেন তিনি।
তাই ইভানার কাছে প্রশ্ন ছিল, নিয়মিত অভিনয় করার বিষয়ে সিদ্ধান্ত নিতে এতটা সময় নেওয়ার কারণ কী? এর জবাবে তিনি বলেন, 'অভিনয় চ্যালেঞ্জিং একটি কাজ। অভিনেত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পারব কিনা- তা নিয়েও ভাবতে হয়েছে। একটি-দুটি করে নাটকে অভিনয় করার সুবাদেই ধীরে ধীরে সাহসী হয়েছি। যাঁদের সঙ্গে কাজ করেছি, তাঁরাও সমর্থন, সাহস আর অনুপ্রেরণা জুগিয়েছেন। তাই নাচের পাশাপাশি অভিনয় করে যাওয়ার ইচ্ছা প্রবল হয়ে উঠেছে।' কখনও কি তাহলে বড় পর্দায় অভিনয়ে দেখা যাবে? এ প্রশ্নে ইভানা বলেন, 'সিনেমায় কাজ করতে পারি যদি গল্প, চরিত্র, নির্মাতা পছন্দ হয়। একইসঙ্গে অভিনয়ের সুযোগ যথেষ্ট থাকতে হবে। নামমাত্র সিনেমার অভিনেত্রী হতে চাই না। কারণ- অভিনয় করি ভালোবাসা থেকে, খ্যাতির মোহে নয়।'
- বিষয় :
- পারসা ইভানা