ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ছড়া-কবিতা

রঙের খেলা রঙের মেলা

রঙের খেলা রঙের মেলা

ফারুক হোসেন

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২ | ১২:০০

রঙের খেলা রঙের মেলা রং দিয়ে রং বানাই
কোন রঙে কোন রং মিশালে কি রং হবে জানাই

বেগুনি পাই লালের সঙ্গে নীলের মেশার কারণ
হলুদ-বেগুন মিশালে হয়, বাদামি রং ধারণ।

হচ্ছে সবুজ, নীল-হলুদে মিশ্রিত হয় যখন
লালের সঙ্গে মিশলে কালো, খয়েরি হবে তখন।

লালের সঙ্গে মিশলে সাদা গোলাপি রং ফুটবে
শাদার সঙ্গে মিশলে কালো ধূসর হয়ে উঠবে।

আকাশি হয় ঘটলে মিলন নীলের সঙ্গে শাদার
দুইটি রঙের মিশ্রণে এক অন্য রঙের আঁধার।

হলুদ কালো লাল শাদা নীল- রং যদি পাই হাতে
মাত্র দুটি রং মিশিয়ে সঠিক অনুপাতে-

নতুন একটি রং পেয়ে যাই তখন সঙ্গে সঙ্গে
রঙের খেলা, রঙের মেলা- রঙের জাদু রং-এ।

আরও পড়ুন

×