ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ফরিদপুর

চিত্র প্রদর্শনী

চিত্র প্রদর্শনী

ফরিদপুরের বায়তুল আমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দিনব্যাপী ছবি প্রদর্শনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের সঙ্গে সুহৃদরা

কাজী সবুজ

প্রকাশ: ২৯ আগস্ট ২০২২ | ১২:০০ | আপডেট: ২৯ আগস্ট ২০২২ | ২৩:৫৫

ফরিদপুর শহরের বায়তুল আমান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২২ আগস্ট দিনব্যাপী বঙ্গবন্ধুর ছবি প্রদর্শনীর আয়োজন করে ফরিদপুরের সুহৃদ সমাবেশ। বিকেলে স্কুল মিলনায়তনে আলোচনা সভা ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে বঙ্গবন্ধুকে স্মরণ করেন সুহৃদরা।

বঙ্গবন্ধুর বিভিন্ন আঙ্গিকের শতাধিক আলোকচিত্র, ছবি, স্মারক প্রদর্শন এবং ছড়া ও কবিতা আবৃত্তির মধ্য দিয়ে ১ আগস্ট থেকে ফরিদপুরে শুরু হয় সমকাল সুহৃদ সমাবেশের মাসব্যাপী কর্মসূচি। এটি ছিল পঞ্চম আয়োজন। দিনব্যাপী এসব আয়োজনে ফরিদপুরের সাংস্কৃতিক অঙ্গনের পুরোধা ব্যক্তিত্ব সুহৃদ উপদেষ্টা অধ্যাপক আলতাফ হোসেনের নির্দেশনায় ভ্রাম্যমাণ ছবি প্রদর্শনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবিনা জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাজী সবুজের সঞ্চালনায় শিক্ষার্থীদের উদ্দেশে বঙ্গবন্ধুর জীবন ও কর্মের ওপর বিশদ আলোচনা করেন অতিথি ও সুহৃদরা। মোহাম্মদ তৌহিদুল ইসলাম তাঁর বক্তৃতায় স্কুলছাত্রছাত্রীদের বঙ্গবন্ধুর জীবনী নিয়ে বিভিন্ন গল্প শোনান- কীভাবে একজন বঙ্গবন্ধু তৈরি হয়েছেন। শৈশব, কৈশোর, ছোটবেলায় কী নামে ডাকা হতো, ৭ মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতায় কতখানি প্রভাব ছিল সে সম্পর্কেও আলোচনা করেন।

আলোচনায় অংশ নেন সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নারগীস জাফরী ও সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দেলোয়ার হোসেন, সমকাল প্রতিবেদক হাসানউজ্জামান ও ফরিদপুর সুহৃদের সভাপতি জয়ন্ত ভট্টাচার্য। অতিথিরা সুহৃদদের হাতে গড়া নান্দনিক বিভিন্ন উপকরণ ও প্রদর্শিত ছবি ঘুরে দেখেন এবং বিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে বঙ্গবন্ধুর কর্মময় ও সৃষ্টিশীল জীবনের ওপর আলোকপাত করে আলাপচারিতায় অংশ নেন।
সাধারণ সম্পাদক সুহৃদ সমাবেশ, ফরিদপুর

আরও পড়ুন

×