ঢাকা রবিবার, ০৬ জুলাই ২০২৫

ছড়া-কবিতা

নদী শুধু পথ চলে

নদী শুধু পথ চলে

তি থি বা লা

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০ | আপডেট: ০৯ সেপ্টেম্বর ২০২২ | ০২:২০

কেবলি সে ছুটে চলে পথে নেই ভিড়
কখনো অশান্ত সে গতি নয় ধীর
তার বুক চিরে চলে কতো জল-যান
দাঁড় টানে মাঝি ঠেলে দুহাতে উজান।

কলকল ধ্বনি তার বাতাসের তানে
বুক ভরে কত পলি বয়ে কাছে আনে
দুই কূল সেজে ওঠে সবুজে-শ্যামলে
খুশি তার ঝরে পড়ে নীল হিল্লোলে।

কখনো সে দ্রুত চলে, বাড়ে তার গতি
কখনোবা ডাকি তারে বলে মধুমতী
যতবার যতজন যত নামে ডাকে
নদী শুধু পথ চলে, ঘোরে বাঁকে বাঁকে।

আরও পড়ুন

×