ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

পুঠিয়া

ফুটবল টুর্নামেন্ট

ফুটবল টুর্নামেন্ট

উদ্বোধনী ম্যাচের আগে পুঠিয়ার বিড়ালদহ মাঠে টিম সুহৃদ

ইসমাইল হোসেন

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২ | ১২:০০

'মাদকমুক্ত বাংলাদেশ গড়তে খেলাধুলার বিকল্প নেই' স্লোগানকে ধারণ করে রাজশাহীর পুঠিয়া উপজেলার বিড়ালদহ মাঠে চলছে মাসব্যাপী ফুটবল টুর্নামেন্ট। সুহৃদ সমাবেশের আয়োজনে উদ্বোধনী ম্যাচে বানেশ্বর বালিয়াঘাটি ফুটবল দলের সঙ্গে বিড়ালদহ সুহৃদ দলের সঙ্গে ম্যাচ অনুষ্ঠিত হয়। উদ্বোধনী প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় বানেশ্বর বালিয়াঘাটিকে ৭-০ গোলে হারিয়ে টুর্নামেন্টের দারুণ সূচনা করলেও পরবর্তী রাউন্ডে বাদ পরে সুহৃদ দল। এরপর ফাইনাল খেলা বাদে মোট ২৬টি ম্যাচ অনুষ্ঠিত হয়। বিড়ালদহের ঐতিহাসিক মাঠে প্রতিটি ম্যাচ দর্শকে ছিল পূর্ণ। উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ আব্দুল ওয়াদুদ দারাসহ অতিথিরা উপস্থিত ছিলেন। তিনি বলেন, এই ধরনের আয়োজন সত্যি প্রশংসনীয়। বর্তমানে তরুণ সমাজে মাদকাসক্তের প্রভাব বৃদ্ধি পাচ্ছে, যা তাদের সৃজনশীল মেধাকে নষ্ট করে দিচ্ছে। খেলাধুলা শারীরিক-মানসিক বিকাশে সাহায্য করে। আমরা চাই তরুণদের উদ্যোগে এই ধরনের আয়োজন অব্যাহত থাকুক, সুহৃদরা ভালো কাজ অব্যাহত রাখুক।
সুহৃদ পুঠিয়া, রাজশাহী

আরও পড়ুন

×