হোয়াটসঅ্যাপ
মুছে ফেলা মেসেজ ফিরিয়ে আনুন

তানভীর সিদ্দিক টিপু
প্রকাশ: ৩০ অক্টোবর ২০২২ | ১২:০০ | আপডেট: ৩০ অক্টোবর ২০২২ | ২৩:১১
মেসেজিং প্ল্যাটফর্ম হিসেবে হোয়াটসঅ্যাপ দারুণ জনপ্রিয়। অ্যাপটির মাধ্যমে ভয়েস কলের পাশাপাশি ভিডিও কলিংয়েও স্বাচ্ছন্দ্য বোধ করেন ব্যবহারকারীরা। পাশাপাশি প্রয়োজনে ছবি, ভিডিও, ডকুমেন্ট শেয়ার করার সুবিধাও দেয় অ্যাপটি। নিজের কন্টাক্টের সঙ্গে লাইভ লোকেশন শেয়ার করা যায় হোয়াটসঅ্যাপ ব্যবহার করে। চাইলে পাঠানো মেসেজ চিরতরে ডিলিট করা যায় অ্যাপটিতে। মেসেজ ডিলেট করলে তার নোটিফিকেশনও দেখানো হয়। এদিকে চাইলে হোয়াটসঅ্যাপের মুছে ফেলা মেসেজ আবার ফিরিয়ে আনা যায়।
ডিলেট করা মেসেজ ফিরিয়ে আনবেন যেভাবে
হোয়াটসঅ্যাপে ডিলেট করা মেসেজ দেখতে তৃতীয় পক্ষের অ্যাপের সাহায্য নেওয়া যায়। এজন্য 'গেট ডিলিটেড মেসেজ' নামের অ্যাপ গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর অ্যাপটি ওপেন করুন। এর পর অ্যাপটি ব্যবহারে প্রয়োজনীয় কিছু অনুমতি দিতে হবে, যাতে এটি মুছে ফেলা মেসেজ উদ্ধার করতে পারে। স্ট্ক্রিনে প্রদর্শিত নির্দেশনা অনুসরণ করে অ্যাপটিকে প্রয়োজনীয় অনুমতি দিন। অ্যাপটি সঠিকভাবে কাজ করতে এটি ব্যাকগ্রাউন্ডে রান করার পারমিশন দিতে হবে। তবে যে কোনো সময় ফোনের সেটিংস থেকে 'অ্যাপস অ্যান্ড নোটিফিকেশন' অপশনে পারমিশন অ্যাকসেস কেটে দিতে পারবেন। অ্যাপে দেখানো উপায়ে ঠিকভাবে সেটিং করার পর অ্যাপটিতে ঢুকে মুছে ফেলা হোয়াটসঅ্যাপ মেসেজ দেখতে পাবেন।
তৃতীয় পক্ষের অ্যাপটি মুছে ফেলা হোয়াটসঅ্যাপ মেসেজ সংগ্রহ করে নোটিফিকেশন প্যানেল থেকে। এ কারণে অ্যাপটির নোটিফিকেশন অ্যাকসেস দেওয়া অত্যাবশ্যক। কোনো চ্যাট ওপেন রাখা অবস্থায় যদি মেসেজ ডিলেট করা হয়, তবে তার নোটিফিকেশন মুহূর্তের মধ্যে চলে যেতে পারে। এই ক্ষেত্রে অ্যাপ নোটিফিকেশন ঠিকভাবে সংগ্রহ নাও করতে পারে, যার কারণে ডিলেট করা মেসেজ খুঁজে না পেতেও পারেন।
সাবধানতা
অনেকেই হয়তো হোয়াটসঅ্যাপের মুছে যাওয়া মেসেজ পড়ার জন্য তৃতীয় পক্ষের বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে আগ্রহী হবেন। তবে এসব তৃতীয় পক্ষের অ্যাপকে নোটিফিকেশন পড়ার অনুমতি দিলে সেটি বিভিন্ন ওটিপি মেসেজের নোটিফিকেশনও পড়তে পারবে। তাই যদি কোনো হ্যাকার ওই অ্যাপ হ্যাক করে, তবে আপনার ফোনের ওটিপি নিয়ে তারা কিন্তু আপনার ফোনের নিয়ন্ত্রণ নিতে পারে। ফলে এ ক্ষেত্রে জেনে-বুঝে তৃতীয় পক্ষের অ্যাপ ব্যবহার করতে হবে।
- বিষয় :
- হোয়াটসঅ্যাপ
- মেসেজ