ক্যাম্পাস সংবাদ

গ্রন্থনা: রাজিয়া আক্তার
প্রকাশ: ০৮ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৯ জানুয়ারি ২০২৩ | ০৫:০৫
এআইইউবিতে মিউজিক প্রতিযোগিতা
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশে (এআইইউবি) আন্তঃকলেজ 'রিদমস অব টুমরো, সিজন ১' মিউজিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। সম্প্রতি এআইইউবি পারফর্মিং আর্টস ক্লাবের (এপ্যাক) উদ্যোগে এর আয়োজন করা হয়। মাসব্যাপী সারাদেশের স্কুল ও কলেজ পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে এআইইউবি ক্যাম্পাসে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।প্রিলিমিনারি রাউন্ডের ভার্চুয়াল ওপেন মাইক পর্বে দেশের ৪০টি স্কুল ও কলেজের ৩৫টিরও বেশি ব্যান্ড তাদের ভিডিও পারফরম্যান্স অনলাইনে জমা দেয়। এআইইউবি অ্যালামনাইয়ের প্রাক্তন শিক্ষার্থী সারোয়ার আলম শাকিল, সাজিদ রহমান এবং অনিক দাসের সমন্বয়ে গঠিত বিচারক প্যানেল তাঁদের প্রাথমিক মূল্যায়ন করেন।
নকআউট রাউন্ডের রাইজ অব মিউজিক পর্বে ১০টি ব্যান্ডকে নির্বাচন করা হয়। বিভিন্ন পারফরম্যান্স, গঠনমূলক প্রতিক্রিয়া এবং সতর্কতার সঙ্গে বিবেচনা করে চূড়ান্ত পর্বে শীর্ষ পাঁচটি ব্যান্ড দলকে ফাইনালের জন্য মনোনীত করা হয়।
প্রতিটি ব্যান্ড এআইইউবির মঞ্চে গান পরিবেশন করে। লাইভ সেশনের বিচারক ছিলেন শেখ ইশতিয়াক ও ইব্রাহিম আহমেদ কামাল এবং বিশেষ অতিথি প্যানেলিস্ট হিসেবে ছিলেন জনপ্রিয় সংগীতশিল্পী বাপ্পা মজুমদার। চূড়ান্ত সমাপনী পর্বে তাঁরা বিজয়ীদের মাঝে ক্রেস্ট, মেডেল এবং পুরস্কারের অর্থ প্রদান করেন।
ইউল্যাবে হাল্ট প্রাইজের রেজিস্ট্রেশন শুরু
ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব)-এ 'হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ২০২৩'-এর রেজিস্ট্রেশন প্রক্রিয়া শুরু হয়েছে ১ জানুয়ারি যা চলবে এ মাসের শেষ তারিখ পর্যন্ত।
'হাল্ট প্রাইজ' হলো একটি বছরব্যাপী ব্যবসায়িক প্রতিযোগিতা, যা সামাজিক উদ্যোক্তাদের মাধ্যমে বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ সমস্যাগুলো সমাধান করার জন্য বিশ্বজুড়ে তরুণদের চ্যালেঞ্জ করে থাকে।
এ বছরের হাল্ট প্রাইজ ২০২৩-এর চ্যালেঞ্জ হচ্ছে 'রিডিজাইনিং ফ্যাশন'। তরুণ উদ্যোক্তাদের পোশাক এবং ফ্যাশন শিল্পে একটি উদ্ভাবনী সামাজিক উদ্যোগের ধারণার মাধ্যমে পোশাকশিল্পকে আরও টেকসই করার জন্যই এ উদ্যোগ।
'ইউল্যাব হাল্ট প্রাইজ অন-ক্যাম্পাস ২০২৩'-এর উপদেষ্টা ঐশিক আহমেদ বলেছেন, আমাদের নিজস্ব নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস এ প্রতিযোগিতাকে 'ছাত্রদের জন্য নোবেল পুরস্কার' হিসেবে আখ্যা দিয়েছেন। তাই আমি সব শিক্ষার্থীকে এ প্রতিযোগিতায় অংশগ্রহণের মাধ্যমে শুধু বিশ্ববিদ্যালয় নয়, সমগ্র বিশ্বের কাছে নিজেদের প্রতিভা প্রদর্শন করার জন্য উৎসাহিত করছি। তিনি আরও বলেন, গ্লোবাল স্টার্টআপ পুরস্কারসহ হাল্ট প্রাইজ বিশ্বব্যাপী শিক্ষার্থীর জন্য প্রভাব কেন্দ্রীভূত প্রোগ্রাম এবং প্রশিক্ষণ চালু করেছে, যা একটি উন্নত বিশ্ব গড়ে তোলার জন্য সর্বত্র তরুণদের জন্য একটি পথ তৈরি করে দেয়।