ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

অ্যাভাটারের রেকর্ড

অ্যাভাটারের রেকর্ড

নন্দন ডেস্ক

প্রকাশ: ১১ জানুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ১২ জানুয়ারি ২০২৩ | ০৫:০৫

ভারতে রেকর্ড তৈরি করল জেমস ক্যামেরনের 'অ্যাভাটার : দ্য ওয়ে অব ওয়াটার'। গত ১৬ ডিসেম্বর বিশ্বব্যাপী মুক্তি পায় ছবিটি। চতুর্থ সপ্তাহেও ভারতে ছবিটি দেখতে মাল্টিপ্লেক্সগুলোয় ভিড় করছেন সিনেমাপ্রেমীরা। এরই মধ্যে ভারতে সর্বোচ্চ আয়কারী বিদেশি সিনেমার তালিকায় শীর্ষে উঠেছে 'অ্যাভাটার :দ্য ওয়ে অব ওয়াটার'। এখন পর্যন্ত ভারতে ছবিটির আয় ৪৫৪ কোটি রুপি।

এর আগে ৪৩৮ কোটি রুপি আয় করে শীর্ষস্থানে ছিল রুশো ব্রাদার্সের মার্ভেলের সিনেমা 'অ্যাভেঞ্জার্স :এন্ডগেম'-এর দখলে। ২০১৯ সালে মুক্তি পাওয়া ছবিটিকে হটিয়ে এই স্থানে উঠে এলো ক্যামেরনের ছবিটি। এর আগে ২০০৯ সালে মুক্তি পাওয়া 'অ্যাভাটার' ২ হাজার ৯২২ মিলিয়ন ডলার আয় করে এখন পর্যন্ত সর্বোচ্চ আয় করা সিনেমার শীর্ষস্থান দখল করে আছে।

আরও পড়ুন

×