গাছ থেকে ব্যাটারি

কাগজ উৎপাদনে ব্যবহূত গাছের উপজাত থেকে তৈরি হতে পারে ব্যাটারি
জেবা ফারিহা
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০ | আপডেট: ০৪ ফেব্রুয়ারি ২০২৩ | ০৫:৪৪
গাছ থেকে যেমন কাগজ উৎপাদন করা যায়, তেমনি গাছ থেকে ব্যাটারি তৈরির কথা ভাবছেন বিজ্ঞানীরা। ফিনল্যান্ডের এক কাগজ প্রস্তুতকারী সংস্থা প্রায় আট বছর আগেই বুঝতে পেরেছিল, প্রযুক্তির ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে পৃথিবী ক্রমাগত পরিবর্তন হচ্ছে, কাগজের ব্যবহারও কমে আসছে। গাছের বিকল্প ব্যবহার নিয়ে ভাবতে হবে।
ফিনল্যান্ডের বিখ্যাত উৎপাদনকারী শিল্পপ্রতিষ্ঠান হলো 'স্টোরা এনসো'। এ প্রতিষ্ঠানটিকে বিশ্বের বৃহত্তম ব্যক্তিগত পর্যায়ের বন মালিকদের একটি হিসেবে ধরা হয়। তাদের ওই বনে অনেক গাছ রয়েছে, যা কাঠের পণ্য ও প্যাকেজ তৈরি করতে ব্যবহার করা হয়। বর্তমানে এই কারখানা ব্যাটারি তৈরি করতে চায়। এর উপাদানও জোগাবে ওই গাছ। স্টোরা এনসো মূলত বৈদ্যুতিক গাড়ির ব্যাটারি তৈরি করতে চায়, যা ৮ মিনিটের মধ্যে চার্জ হয়ে যাবে। তাদের বিশেষজ্ঞরা গাছে খুঁজে পাওয়া 'পলিমার লিগনিন' ব্যবহার করে ব্যাটারি তৈরির সম্ভাবনা খতিয়ে দেখছেন। প্রজাতির ওপর নির্ভর করে একটি গাছের প্রায় ৩০ শতাংশই লিগনিন, বাকিটুকু মূলত সেলুলোজ।
ব্যবস্থাপনা পরামর্শদাতা সংস্থা ম্যাককিনসির মতে, ২০১৫ সালে বিশ্বে ব্যাটারির যে চাহিদা ছিল, ২০৩০ সালের মধ্যে তা শতগুণ বৃদ্ধি পাবে। স্টোরা এনসোর লিগনিনভিত্তিক ব্যাটারি সলিউশন, লিগনোডের প্রধান লরি লেহটোনেন জানান, লিগনিন হলো গাছের আঠা, যেটি সেলুলোজ ফাইবারকে একত্রে আঠালো করে এবং গাছকে খুব শক্ত করে তোলে। এটি পলিমার, যা কার্বন ধারণ করে। এটি ব্যাটারির অ্যানোড নামক গুরুত্বপূর্ণ উপাদান তৈরিতে ব্যবহার করা হয়। আমাদের ফোনে লিথিয়াম আয়ন ব্যাটারি রয়েছে। এটিতে একটি গ্রাফাইট অ্যানোড থাকে।
যুক্তরাজ্যের লন্ডন ইম্পেরিয়াল কলেজের ম্যাগদা টিটিরিসি এবং সহকর্মীরা পৃথক গবেষণা করে জানান, লিগনিন থেকে প্রাপ্ত কার্বন অ্যানোডগুলোতে যেসব উপাদান রয়েছে, এর ফলে সোডিয়াম আয়ন ব্যাটারিতে ক্যাথোড থেকে অ্যানোডে আয়ন স্থানান্তরে বিক্রিয়া আরও দ্রুত হয়। ফলে চার্জ করতে সময় কম লাগে। নিউইয়র্ক স্টেটের রচেস্টার বিশ্ববিদ্যালয়ের ওয়েট টেনহাফ গবেষণাগারে লিগনিন থেকে প্রাপ্ত অ্যানোডও তৈরি করেছেন। তাঁর মতে, লিগনিন সত্যিই দুর্দান্ত। লিগনিন ব্যবহার করতে আঠা বা তামার প্রয়োজন হয় না। এটি খরচ কমাতে পারে। ফলে গ্রাফাইট অ্যানোডের বিপরীতে বাণিজ্যিকভাবে প্রতিযোগিতা করতে সক্ষম লিগনিন।
এখানে মূল সমস্যা হলো, গাছ থেকে ব্যাটারি তৈরি করতে গেলে অতিরিক্ত গাছ কাটা পড়তে পারে। স্টোরা এনসো জানিয়েছে, বর্তমানে তারা যেসব লিগনিন ব্যবহার করে তা উপজাত হিসেবে পাওয়া। তবে ব্যবহার বাড়লে গাছ নিধনও বাড়বে। আবার এ উৎপাদন চালিয়ে যেতে গাছ লাগাতেও হবে। তাই এ প্রক্রিয়াটিকে হুমকি হিসেবে দেখছেন না বিশেষজ্ঞরা। তবে ভবিষ্যৎই বলে দেবে এটি সম্ভাবনা নাকি সংকট। া
- বিষয় :
- ব্যাটারি
- উদ্ভাবন
- কাগজ উৎপাদন