ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

দুমকী

আনন্দ-আড্ডার দিন

আনন্দ-আড্ডার দিন

মেহেরুন্নেছা পরশমণি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০

পটুয়াখালীর দুমকীতে সুহৃদদের বার্ষিক আনন্দ আড্ডা ৩ ফেব্রুয়ারি 'পায়রা সেতু' এলাকায় আয়োজন করা হয়। বসন্তের আগমনী হাওয়ায় সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলে এ আয়োজন। এতে যুক্ত হন পটুয়াখালীর বেশ কয়েকজন সিনিয়র সুহৃদ। নাচ-গান ও নানা গল্প এ আনন্দ আড্ডাকে আরও প্রাণবন্ত করে তোলে।
বিকেলে সমাপনী অনুষ্ঠানে সাংগঠনিক আলোচনা হয়। দুমকী সুহৃদ সভাপতি তাহেরা আলী রুমার সভাপতিত্বে বক্তব্য দেন সমকালের জেলা প্রতিনিধি মুফতী সালাহউদ্দিন।
দুমকী উপজেলা সুহৃদ সমাবেশের সহসভাপতি রাহিমা বেগম ও সাধারণ সম্পাদক প্রশান্ত পার্থের নেতৃত্বে সার্বিক সহযোগিতায় ছিলেন সুহৃদরা।
অনুষ্ঠানে উপজেলা সুহৃদ সমাবেশের সাংগঠনিক সম্পাদক মেহেরুন্নেছা পরশমণিকে ২০২২ সালের সেরা সংগঠক ঘোষণা করা হয় এবং জেলা সুহৃদ সমাবেশের পক্ষ থেকে তাঁকে সমকালের মনোগ্রাম খচিত সম্মাননা স্মারক দেওয়া হয়। এ ছাড়া এই আনন্দ আড্ডায় পাঠচক্রবিষয়ক সম্পাদক মোসা. জেসমিন আক্তারকে সেরা 'বিনোদনকারী' ঘোষণা করা হয় এবং তাঁকেও সম্মাননা স্মারক দেওয়া হয়। া
সাংগঠনিক সম্পাদক, সুহৃদ সমাবেশ, দুমকী

আরও পড়ুন

×