ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২১

উজ্জ্বল আলোর সন্ধ্যা

উজ্জ্বল আলোর সন্ধ্যা

--

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৩ | ১৮:০০

১১ ফেব্রুয়ারি ২০২৩ অনুষ্ঠিত হলো ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কারের বর্ণিল একাদশ আসর। বাংলা ভাষার সাহিত্যিকদের অনুপ্রাণিত করার জন্য, উৎকৃষ্ট সাহিত্যকর্মের স্বীকৃতি হিসেবে প্রতি বছর এ পুরস্কার দেওয়া হয়। ২০১১ সালে প্রবর্তিত এ সম্মাননা দেশের সাহিত্যিক ও সাহিত্যপ্রেমীদের কাছে মর্যাদাপূর্ণ হিসেবে গণ্য। বরাবরের মতো সৃজনশীল, মননশীল ও তরুণ সাহিত্যিক শাখায় তিন বিজয়ীকে সম্মাননা প্রদানসহ এ আসরে প্রথমবারের মতো একজন ব্যক্তিত্ব রচনা ও গবেষণার মাধ্যমে দেশ ও জাতির কল্যাণে সার্বিক অবদানের জন্য আজীবন সম্মাননায় ভূষিত হন।
দেশের সারস্বত ব্যক্তিত্বদের উপস্থিতিতে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীদের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। নৃত্যগীত, কথামালা, আড্ডা আর উদযাপনের আনন্দে মুখর সন্ধ্যার গল্পগুলো ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার আয়োজনের আগামী দিনের পাথেয়...
সূচিপত্র
প্রচ্ছদ
ব্র্যাক ব্যাংক-সমকাল সাহিত্য পুরস্কার ২০২১
সৃষ্টিশীলতার উদযাপন
আশিক মুস্তাফা -৪-৭
'আমার মুখ বন্ধ ছিল না
আমার লেখা বন্ধ ছিল না'
রেহমান সোবহান -৮-১০
লড়াকু রেহমান সোবহান
এম সাইদুজ্জামান -১২
এই আয়োজন সামনের দিকে এগিয়ে যাবে আরও বড় প্রেক্ষাপটে
আহসান এইচ মনসুর -১৩
উজানযাত্রায়
মঞ্জু সরকার -১৪
তৃণমূলে মুক্তিযুদ্ধ
সালেক খোকন -১৫
আজ বুধ গ্রহে চাঁদ উঠেছে, সত্যি
কিযী তাহ্‌নিন -১৬
অ্যালবাম -১৮-২১
নিবন্ধ
কবিতার মিল, অন্ত্যমিল
কামাল চৌধুরী -২২-২৩
পদাবলি -২৪-২৫
বিমল গুহ
মারুফ রায়হান
মুজিব ইরম
সাকিরা পারভীন
জবা রায়
অহ নওরোজ

বইমেলা
গুচ্ছ গুচ্ছ নতুন বই -২৬-২৭

আরও পড়ুন

×