ঢাকা শুক্রবার, ০৪ জুলাই ২০২৫

কাঁঠালিয়া

সুহৃদ মিলনমেলা

সুহৃদ মিলনমেলা

ঝালকাঠির কাঁঠালিয়ার ছৈলারচর পর্যটন কেন্দ্র পরিদর্শন করেন সাংবাদিক ও সুহৃদরা

ইসরাত জাহান রুমা

প্রকাশ: ১৩ মার্চ ২০২৩ | ১৮:০০

নৈসর্গিক সৌন্দর্যের পসরা সাজিয়ে বসে আছে চরটি। এখানে পা রাখতেই কানে বাজবে পাখির কিচিরমিচির কলতান ও বাতাসের শোঁ শোঁ শব্দ। মূলত বাতাসে ছৈলাপাতার নাচনে এমন শব্দ তৈরি হয়। মাঝেমধ্যে গর্জন করে নিজের অস্তিত্ব জানান দিচ্ছে নদীর ঢেউ। সেই গর্জনের সঙ্গে পাখির কলকাকলি মিশে অন্য রকম এক আবহ সৃষ্টি করছে। সেই সৌন্দর্যের অপরূপ লীলাভূমিতে উপকূলের পরিবেশ সাংবাদিকদের নিয়ে সমকাল সুহৃদ সমাবেশ এ জনগুরুত্বপূর্ণ আয়োজন করে। ঝালকাঠির কাঁঠালিয়ার ভাসমান পর্যটন কেন্দ্র ছৈলারচরে ৬ মার্চ এ মিলনমেলার আয়োজন করে সুহৃদরা। আয়োজনে উপকূলীয় এলাকার সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রগুলো আধুনিকায়নের দাবিও তোলেন তাঁরা। এতে প্রধান অতিথি ছিলেন ট্যুরিস্ট পুলিশ বরিশাল জোনের অতিরিক্ত পুলিশ সুপার মো. আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি ছিলেন নাট্যপরিচালক ও জনপ্রিয় নাট্য অভিনেতা ম ম মোর্শেদ, থানার ওসি মো. মুরাদ আলী, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সভাপতি জালালুর রহমান আকন, জেলা পরিষদের সাবেক সদস্য, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক এস এম আমিরুল ইসলাম লিটন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস এম দেলোয়ার হোসেন, যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলাম তালুকদার ও আইসিটি কর্মকর্তা অতনু কিশোর দাস মুন।
কর্মসূচিতে উপকূলীয় জেলা ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা ও বাগেরহাট অঞ্চলের শতাধিক পরিবেশ সচেতন সাংবাদিক অংশগ্রহণ করেন। এতে জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সুহৃদ কাঁঠালিয়া, ঝালকাঠি

আরও পড়ুন

×