ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

দেয়ালে কাগজের ফুল ও নকশা

দেয়ালে কাগজের ফুল ও নকশা

ফারহানা ইয়াসমিন

প্রকাশ: ১৪ মার্চ ২০২৩ | ১৮:০০

বর্তমান সময়ে রুচিশীলতার এক অসাধারণ বহিঃপ্রকাশের মাধ্যম হয়ে উঠেছে ঘরের দেয়ালে নকশা। রং-বেরঙের কাগজ দিয়ে দেয়াল সাজানোর ধারণা এখন বেশ জমজমাট– এ কথা বলা যেতেই পারে। কাগজের ফুল দিয়ে মার্জিত ও রুচিসম্মতভাবে ঘর সাজানো যায়। শোবার ঘরের পাশাপাশি বসার ঘরেও আনা যায় অন্য মাত্রা। অফিসের দেয়ালও সাজানো যেতে পারে। এতে আপনার শৌখিনতার পরিচয় মিলবে বৈকি।

দেয়ালের রং: ঘরের দেয়াল কৃত্রিম ফুল দিয়ে শোভনীয় করতে দেয়ালের রঙের বিষয়টা বেশ বড় ভূমিকা রাখে। এক রঙের নানান শেড কাজে লাগিয়ে দেয়াল সাজানো যায়, আবার একটি রঙের মাঝে অন্য কোনো রং ব্যবহার করা যায়। তবে একই সঙ্গে দুটি পদ্ধতির ব্যবহার দৃষ্টিকটু হতে পারে। সাধারণত ঘরের একটি দেয়ালে ভিন্ন রং করে কাগজের ফুলের নকশা বসানো যায়। তবে অফিস বা ক্লাসরুমে ভিন্ন রঙের দেয়াল বেমানান দেখায়। এ ক্ষেত্রে অফিস বা ক্লাসরুমের চার দেয়ালে একই রং করে বিভিন্ন থিমের ওপর কাগজের নকশা করা যায়।

নকশার থিম: যাঁরা কাগজের ফুল বা নকশা তৈরি করেন দেয়াল সাজানোর উদ্দেশ্যে, তাঁরা ফুল বা নকশার ডিজাইন নির্ধারণ করেন ঘরের দেয়ালের ওপর ভিত্তি করে। ঘর সাজানোর জন্য ফুল, প্রাকৃতিক দৃশ্যের ব্যবহার বেশি দেখা যায়। ক্লাসরুম, অফিস-আদালতের দেয়াল সাজানোর জন্য মনীষীদের ছবি, পাঠ্যপুস্তকের মোটিভ এবং অফিস-আদালতের লোগো ব্যবহার করা যেতে পারে। এতে আপনি ভেতরে যেসব বিষয় লালন করেন তা ফুটে উঠবে। বিভিন্ন অনুষ্ঠানকে কেন্দ্র করে দেয়াল সাজানো যেতে পারে সেই অনুষ্ঠান সম্পর্কিত বিষয় দিয়ে। প্রাসঙ্গিক ফুল, ছবি, নকশা ইত্যাদি কাগজ দিয়ে তৈরি করে অন্যদের চমকে দিতে পারেন।

উপকরণ: একটি ঘরের চার দেয়াল সাজালে অনেক সময় সুন্দর নাও লাগতে পারে। কাগজের ফুল তৈরির উপকরণ হিসেবে লাগে রঙিন কাগজ, ফিতা, চুমকি, আঠা, কাঠি, পাইপ, কাঁচি ইত্যাদি। প্রাকৃতিক দৃশ্যের ছোঁয়া ও ছায়া উভয়ই উপভোগ করা সম্ভব ওপরের উপকরণ দিয়ে তৈরি কাগজের ফুল, ছবি,  নকশা ইত্যাদি দেয়ালে ঝুলিয়ে।

দাম এবং প্রাপ্তিস্থান: রঙিন কাগজের দাম প্রতি পিস ৫-১০ টাকা। কাগজের সাইজ অনুযায়ী দাম নির্ধারণ হয়। কাগজ, রঙিন ফিতা, চুমকি, আঠা, কাঠি, পাইপ, কাঁচি ইত্যাদি এখন যে কোনো স্টেশনারিতে পাওয়া যায়।
ইউটিউব: কোন দেয়ালে কোন থিম মানাবে কিংবা কোন দেয়ালে কোন নকশা দিতে হবে–  এ সম্পর্কিত বিষয় অতিসূক্ষ্মভাবে ইউটিউবে এখন পাওয়া যাচ্ছে। এমনকি কীভাবে নকশা, ফুল, ছবি তৈরি করতে হবে– সবই ইউটিউবের ভিডিওগুলোয় সুন্দর করে দেওয়া আছে।

সময়: একজনের পক্ষে বিভিন্ন থিমের ওপর কাগজের ফুল বা নকশা তৈরি করা বেশ সময়সাপেক্ষ। তবে একজনে ঘরের দেয়াল সাজাতে পারলেও অফিস কিংবা ক্লাসরুম সাজানোর জন্য কয়েকজন হলে ভালো হয়। যাঁরা এ বিষয়ে পারদর্শী, যাঁরা হাতের কাজ পারেন, তাঁরা কম সময়ের মধ্যে ঘর, অফিস বা শ্রেণিকক্ষের দেয়াল সাজাতে পারবেন।

আরও পড়ুন

×