চলছে কান চলচ্চিত্র উৎসব

ব্রিটিশ অভিনেত্রী ক্যাথরিন জেটা-জোনস [ডানে] এবং তাঁর মেয়ে ক্যারিস মার্কিন অভিনেতা মাইকেল ডগলাস
নন্দন প্রতিবেদক
প্রকাশ: ১৭ মে ২০২৩ | ১৮:০০
মঙ্গলবার বাংলাদেশ সময় রাত ১১টায় শুরু হয়েছে বিশ্বের অন্যতম কান চলচ্চিত্র উৎসব। এদিন স্থানীয় সময় সন্ধ্যা ৭টায় পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে উৎসবের উদ্বোধন অনুষ্ঠানের আগে টানা দুই ঘণ্টা চলে লালগালিচায় তারকা-শিল্পী-কুশলীদের পদচারণা ও ফটোশুট। জানা গেছে, উৎসবের প্রথম দিন কানের লালগালিচা মাড়িয়েছেন ২ হাজার ৫০০ জন। তাঁদের মধ্যে সর্বোচ্চ করতালি আর উচ্ছ্বাস ছিল হলিউড সুপারস্টার জনি ডেপের উপস্থিতিতে।
যতক্ষণ লালগালিচায় ছিলেন জনি, ততক্ষণই মুখে লেগেছিল হাসি। ভক্তদের সঙ্গে তাঁর আচরণ ছিল বন্ধুত্বপূর্ণ। উদ্বোধন অনুষ্ঠান সঞ্চালনা করেন অভিনেত্রী কিয়ারা মাস্ত্রোইয়ান্নি। এরপর উদ্বোধনী চলচ্চিত্র হিসেবে দেখানো হয় হলিউড সুপারস্টার জনি ডেপ অভিনীত ‘জান দ্যু ব্যারি’। প্রাক্তন স্ত্রী অ্যাম্বার হার্ডের বিপক্ষে মানহানি মামলার আইনি লড়াইয়ে জয়ের পর এটাই ৫৯ বছর বয়সী এই অভিনেতার প্রথম মুক্তিপ্রাপ্ত ছবি।
এবারের আয়োজনে দু’বারের অস্কারজয়ী অভিনেতা মাইকেল ডগলাসের হাতে ৭৬তম কান উৎসবের সম্মানসূচক স্বর্ণপাম তুলে দেন উমা থারম্যান। তাঁদের মাঝে ছিলেন ফরাসি অভিনেত্রী ক্যাথেরিন দ্যুনোভ। তাঁর একটি সাদাকালো ছবি দিয়ে সাজানো হয়েছে এবারের আসরের অফিসিয়াল পোস্টার।
লালগালিচায় মাইকেল ডগলাসের সঙ্গে ছিলেন স্ত্রী অভিনেত্রী ক্যাথেরিন জিটা জোন্স ও তাঁদের মেয়ে ক্যারিস জিটা। সম্মাননা হাতে নিয়ে নিজের বয়স নিয়ে মজা করে মাইকেল ডগলাস বলেন, ‘এই মঞ্চে দাঁড়িয়ে বিস্মিত নিজেকে নিয়েই। একজন মানুষ এত দীর্ঘ সময় বাঁচে!’ এবার উৎসবটির সর্বোচ্চ পুরস্কার স্বর্ণপামের জন্য মূল প্রতিযোগিতা বিভাগে লড়বে ২০টি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ও একটি প্রামাণ্যচিত্র।
১২ দিনব্যাপী কান উৎসবের পর্দা নামবে ২৭ মে। সমাপনী চলচ্চিত্র হিসেবে দেখানো হবে পিক্সার অ্যানিমেশন স্টুডিওর ২৭তম সিনেমা ‘এলেমেন্টাল’।
- বিষয় :
- কান চলচ্চিত্র উৎসব
- জনি ডেপ
- অ্যাম্বার হার্ড