ঢাকা শনিবার, ০৫ জুলাই ২০২৫

বাড়ির ছাদ থেকে বিদ্যুৎ উৎপাদন

বাড়ির ছাদ থেকে বিদ্যুৎ উৎপাদন

মোহাম্মদ উমন

প্রকাশ: ৩০ নভেম্বর -০০০১ | ০০:০০

জ্বালানি সংকট, মূল্যবৃদ্ধি, জলবায়ু পরিবর্তন ইত্যাদি কারণে দৈনন্দিন জীবনের সব ক্ষেত্রে জ্বালানি সাশ্রয়ের তাগিদ বাড়ছে। জার্মানির উদ্যোক্তা কর্নেলিউস পাউল এক অভিনব উপায়ে সেই কাজে অবদান রাখছেন। তাঁর প্রতিষ্ঠিত কোম্পানি অটার্ক এমন এক ধরনের টাইলস তৈরি করে, যা থেকে বিদ্যুৎ উৎপাদন সম্ভব। এ প্রযুক্তি সবখানে ব্যবহার করা সম্ভব হলে বাড়িঘরের ছাদের ওপর বিপ্লব হয়ে যেতে পারে। কর্নেলিউস পাউল যে নতুন ধরনের টাইলস সৃষ্টি করেছেন, তা একই সঙ্গে সোলার মডিউল। তা ছাড়া সাধারণ টাইলসের মতো সেগুলো ভবনের সুরক্ষাও নিশ্চিত করে। যতক্ষণ সূর্যের আলো থাকে ততক্ষণ একটি পরিবারের চাহিদার তুলনায় বেশি বিদ্যুৎ উৎপন্ন হয়। এ ব্যাপারে কর্নেলিউস পাউল বলেন, ‘আমরা সহজ হিসাব করতে পারি। ছাদের ওপর এক হাজার টাইলসের সর্বোচ্চ ক্ষমতা ১০ কিলোওয়াট।’ তবে এই টাইলস এখনও অনেক ব্যয়বহুল। টাইলস কেনা ও বসানোর ব্যয় উঠে আসতে প্রায় ২০ বছর লাগতে পারে বলে কর্নেলিউস জানান।

 পথিকৃৎদের সবসময়ই সমস্যার মুখে পড়তে হয়। তাঁর উদ্ভাবনী টাইলস উৎপাদনের জন্য এখনও হাতে অনেক কাজ করতে হয়। ফলে জার্মানির পূর্বাঞ্চলে নিজস্ব কারখানায় উৎপাদনের ব্যয়ও বেড়ে যায়। তবে সম্প্রতি রোবটও কাজে লাগানো হচ্ছে। কর্নেলিউস জানান, এখন প্রায় ৭০ জন কর্মী কাজ করছেন। গত বছর আমাদের টার্নওভার দ্বিগুণ হয়ে ৫০ লাখ ইউরো ছুঁয়েছে। চলতি বছরে আমরা সেটি পাঁচ বা ছয় গুণ করতে চাই।’

জ্বালানি সংকটের কারণে জার্মানির অনেক বাড়ির মালিকের মনে নিজস্ব জ্বালানি উৎপাদনের তাগিদ বাড়ছে। উদ্যোক্তা হিসেবে কর্নেলিউস সেই সুযোগের সদ্ব্যবহার করছেন। সেই সঙ্গে সম্প্রতি এমন উদ্যোগের জন্য মোটা অঙ্কের রাষ্ট্রীয় সহায়তা পাওয়া যাচ্ছে। সে ক্ষেত্রে জটিলতা ছাড়াই ভবনের রূপান্তর ঘটানো যায়। কর্নেলিউস বলেন, ‘ছাদে কয়েকটি জায়গায় গর্ত করা হচ্ছে। সেখান দিয়ে প্লাস ও মাইনাস কেবল ঢোকানো হচ্ছে। সেই কেবল চ্যানেলের মাধ্যমে সেখানে নিয়ে যাওয়া হচ্ছে, যেখানে ইনভার্টার রয়েছে।’

এই টাইলস বিপ্লবীর স্বপ্ন অনেক বড়। কর্নেলিউস বলেন, ‘জার্মানিতে দেড় কোটি এমন বাড়ি রয়েছে, যেখানে একটি বা দুটি পরিবার বাস করে এবং আগামী ৩০ বছরে সেগুলোর সংস্কার করতে হবে। হয়তো ছাদও খুব পুরোনো হয়ে গেছে। সেই হিসাব অনুযায়ী, বছরে প্রায় ৫ লাখ ছাদের সংস্কার অর্থাৎ ২০ থেকে ৩০ কোটি সোলার টাইলস সেখানে লাগানো যেতে পারে। আমরা সেই ধরনের কাজের মাধ্যমে অবদান রাখার আশা করছি।’ সৌজন্যে: ডয়চে ভেলে

আরও পড়ুন

×