ঢাকা বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫

উইন্ডোজ অপারেটিং সিস্টেম না থাকলে কী হতো...

উইন্ডোজ অপারেটিং সিস্টেম না থাকলে কী হতো...

রাকিব হাসান

প্রকাশ: ১০ জুলাই ২০২৩ | ০৩:২৫ | আপডেট: ১০ জুলাই ২০২৩ | ০৩:২৫

কম্পিউটারের জগৎকেই বদলে দিয়েছিল মাইক্রোসফটের ‘উইন্ডোজ’ অপারেটিং সিস্টেম। যার উদ্ভাবন হয়েছে বলেই ঘরে ঘরে কম্পিউটার, অফিসের প্রতিটি ডেস্কে এখন পিসি দৃশ্যমান।

বিল গেটস উইন্ডোজ অপারেটিং সিস্টেম তৈরির আগে যে কম্পিউটার দেখা যেত, তা ছিল বিরক্তিকর। তখন কম্পিউটারে কালো স্ক্রিনে দৃশ্যমান হতো সাদা রঙের লেখা। প্রথম উইন্ডোজ অপারেটিং সিস্টেম তৈরি করা হয় বিশেষ কোম্পানির অফিস কাজের প্রয়োজনে। বাড়িতে কম্পিউটার বা উইন্ডোজ ব্যবহার হবে, তা ছিল কল্পনাতীত। বিল গেটস বসে থাকলেন না।

উইন্ডোজ অপারেটিং সিস্টেমকে আরও সহজভাবে উপস্থাপন করলেন যেন সাধারণ মানুষ, এমনকি স্কুলপড়ুয়া শিশুরাও সহজেই অপারেটিং সিস্টেম শিখতে পারে। ফলে উইন্ডোজ অপারেটিং সিস্টেম জনপ্রিয় হয়ে উঠল। যে যন্ত্রটা অ্যাকাউন্টিং আর প্রোগ্রামিং কাজের জন্য তৈরি করা হয়েছিল, তা সাধারণ গেম খেলা, মিউজিক শোনা, মুভি দেখার কাজে ব্যবহৃত হতে লাগলো। সময়ে এলো ইন্টারনেটের যুগ। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সুব্যাপ্তি আরও খানিকটা বাড়ল। উইন্ডোজ এতটা জনপ্রিয় কেন– সে প্রশ্ন উঠতেই পারে। বহু প্রযুক্তি কোম্পানি আছে। কিন্তু তাদের মধ্যে সবচেয়ে কম সমালোচনার মুখোমুখি হয়েছে মাইক্রোসফট। কারণ উইন্ডোজ অপারেটিং সিস্টেমের ফ্রি সংস্করণ ব্যবহার করা যায়। যার মূল লক্ষ্য যেন কম্পিউটিংয়ে আগ্রহীরা ছোট থেকেই বাড়িতে প্রি-উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারে অভ্যস্ত হয়। খুদে কম্পিউটার জিনিয়াসরা যখন বড় হয়ে চাকরি বা ব্যবসা করবে, তখন পরিচিত উইন্ডোজ অপারেটিং সিস্টেম খুঁজবে– এটাই মাইক্রোসফট নীতি। মাইক্রোসফট সারাবিশ্বের বড় বড় কোম্পানির কাছে উইন্ডোজ অপারেটিং সিস্টেম বিক্রি করবে বলে ছোট থেকে সবাইকে প্রি-উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যবহারে অভ্যস্ত করে তোলে।

উইন্ডোজ অপারেটিং সিস্টেম না থাকলে ঘরে ঘরে এত কম্পিউটার হয়তো পৌঁছাত না। উইন্ডোজ না থাকলে লিন্যাক্স বা অন্য কোনো অপারেটিং সিস্টেম জনপ্রিয় হতো। উইন্ডোজ না থাকলে ম্যাক বা অ্যাপল পিসি ঘরানার ল্যাপটপ আরও বেশি জায়গা করে নিত। কিন্তু অ্যাপলের পলিসি হচ্ছে, পণ্য বেশি বিক্রির চেয়ে গ্রাহককে অ্যাপলের ইকোসিস্টেমে যুক্ত করা। যাতে তারা অ্যাপল ব্র্যান্ডের সব ধরনের পণ্য কিনতে আগ্রহী হয়ে ওঠে। ফলে পণ্য কম বিক্রি হলেও তাদের লাভ বেশি থাকবে। অ্যাপলের এমন নীতির কারণে বিশ্বের ঘরে ঘরে কম্পিউটার পৌঁছে যাওয়া এতটা সহজ হতো না।

উইন্ডোজ অপারেটিং সিস্টেম না এলে হার্ডওয়্যার জগতের সুবিশাল বাজার, যেখানে গ্রাফিক্স কার্ড, র‌্যাম, মাদারবোর্ড, নিত্যনতুন প্রসেসর বিক্রির বাণিজ্য ছড়িয়ে যেত না। উইন্ডোজ অপারেটিং সিস্টেম শুরু থেকে এখন অবধি গ্রাহকের মন জুগিয়ে নিজেকে অপ্রতিরোধ্য করেছে।

আরও পড়ুন

×